২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫–এর ফলাফল ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের www.

educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।

উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।

শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এ বছরের ২৬ জুন থেকে শুরু হয়েছিল

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ

এছাড়াও পড়ুন:

কর্মব্যস্ত পিএসসি, আসছে ৪৯তম বিশেষ বিসিএসের ফল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁও কার্যালয়ে এখন কর্মব্যস্ত পরিবেশ। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন দপ্তরে চলছে ফাইল দেখা, পরীক্ষার উত্তরপত্র যাচাই, ফল প্রকাশের প্রস্তুতি আর প্রার্থীদের তথ্য যাচাইয়ের ব্যস্ততা। কমিশনের কর্মকর্তারা বলছেন, এখন তাঁদের হাতে একসঙ্গে চলছে চারটি বিসিএস পরীক্ষা ও একটি অভ্যন্তরীণ নিয়োগ পরীক্ষা ফল প্রস্তুতির কার্যক্রম। কর্মব্যস্ততার মধ্যেই এগোচ্ছে ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের কার্যক্রম।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫-এর ফল প্রকাশের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২১ জুলাই। এর এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। পিএসসি জানিয়েছে, ফল প্রকাশের সব কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, যদি প্রশাসনিক কোনো জটিলতা না হয়, তবে এই সপ্তাহেই ফল প্রকাশ করা সম্ভব হবে; না হলে পরের সপ্তাহে ফল নিশ্চিতভাবে প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন একসঙ্গে একাধিক বিসিএসের ফল প্রস্তুতের কাজ করছি। এর মধ্যেই ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চেষ্টা করছি দ্রুততম সময়ে ফল প্রকাশ করতে।’

৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫ মূলত শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের জন্য আয়োজন করা হয়েছে। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে এই বিসিএসের মাধ্যমে। আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী—অর্থাৎ প্রতি পদের বিপরীতে আবেদন করেছেন গড়ে ৪৫৬ জন। এটি পিএসসির ইতিহাসে সবচেয়ে প্রতিযোগিতামূলক শিক্ষা ক্যাডার নিয়োগ পরীক্ষাগুলোর একটি বলে মনে করছেন কর্মকর্তারা।

সরকারি কলেজের এক অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক–সংকট রয়েছে। উচ্চশিক্ষা ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ দ্রুত শেষ করা প্রয়োজন। শিক্ষক–সংকটের কারণে সরকারি কলেজগুলোয় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুনদৈনিক ১২ ঘণ্টা, সপ্তাহে ছয় দিন কাজের দিকেই কি যাচ্ছে যুক্তরাজ্য৮ ঘণ্টা আগেএকসঙ্গে চারটি বিসিএসের কাজ

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রস্তুতের পাশাপাশি কমিশন এখন ব্যস্ত আরও তিনটি সাধারণ বিসিএসের কার্যক্রমে। এর মধ্যে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। পিএসসি জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ২ হাজার ৩০৯ জনকে এবং নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে।

এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন চলছে উত্তরপত্র মূল্যায়নের কাজ। কমিশন সূত্রে জানা গেছে, মূল্যায়ন শেষ হলেই মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী। এখন চলছে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ। কমিশন জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি মাসের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ১১ অক্টোবর ২০২৫এক বছরে একটি বিসিএসের লক্ষ্য

পিএসসি গত বছর থেকে এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। কমিশনের কর্মকর্তাদের ভাষ্য, এটি বাস্তবায়ন করা সহজ নয়, তবে গত এক বছরে সেই পরিকল্পনা অনেকটাই বাস্তব রূপ পেয়েছে। এখন থেকে প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ১৩ দিনের মধ্যে প্রকাশ করে পিএসসি । কর্মকর্তারা বলছেন, এই ধারাবাহিকতা বজায় রাখতেই তাঁরা এখন নির্ধারিত সময়সূচির মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছেন।

৪৯তম বিশেষ বিসিএস ঘিরে তরুণদের মধ্যে উৎসাহ এখন চোখে পড়ার মতো। বিশেষ করে শিক্ষা ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্নে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে এটি একটি বিশেষ সুযোগ।

আরও পড়ুনএইচএসসি–২০২৫ পরীক্ষার ফল অনলাইনে, শিক্ষার্থীরা পাবেন যেভাবে ১ ঘণ্টা আগেআরও পড়ুনধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯০৭ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কর্মব্যস্ত পিএসসি, আসছে ৪৯তম বিশেষ বিসিএসের ফল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় সার্টিফিকেট কোর্স, এইচএসসি পাসে আবেদন
  • এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ অক্টোবর ২০২৫)
  • চবির ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি
  • এক সপ্তাহ আগে কিনেছিলেন মোটরসাইকেল, আজ দুর্ঘটনায় হারালেন প্রাণ
  • লাভেলোর প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১২ শতাংশ