নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্মনমে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের একাদশেই দুটি করে পরিবর্তন আনা হয়েছে।

আরো পড়ুন:

৩৩০ রান করেও হারল ভারত, অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন

নিগার সুলতানা জানিয়েছেন, এই ধরনের উইকেটে ব্যাটাররা কিছু রান তুলতে পারেন। আমরা যদি বোর্ডে একটা ভালো স্কোর দিতে পারি, তাহলে সেটা আমাদের বোলারদের জন্য সহায়ক হবে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফারজানা হক ও রিতু মনি দলে ঢুকেছেন।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টস হেরে খুব একটা হতাশ নন। কারণ, তারা এমনিতেই আগে বল করতে চেয়েছিলেন। তিনি বলেন, ধারণা করছি পরে শিশির পড়বে, তখন বল ধরা কঠিন হবে এবং ব্যাটে ভালোভাবে আসবে। ভারতের বিপক্ষে জয়ের পর দলটি ছিল চরম উচ্ছ্বসিত। তবে এই ম্যাচের আগে তারা আবার বাস্তবে ফিরে এসেছে বলে জানান তিনি।

তাদের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন আনেরি ডার্কসেন ও মাসাবাতা ক্লাস। সুনে লুসকে বিশ্রামে রাখা হয়েছে হিপ ফ্লেক্সরের টান জনিত সতর্কতার কারণে।

আগে খেলা তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে আগের তিন ম্যাচের দুটিতে হেরে ও একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ষষ্ঠ স্থানে।

বাংলাদেশ একাদশ:
১.

রুবিয়া হায়দার ঝিলিক
২. ফারজানা হক
৩. শারমিন আক্তার
৪. নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার)  
৫. সোবহানা মোস্তারী  
৬. শর্ণা আক্তার  
৭. ফাহিমা খাতুন  
৮. নাহিদা আক্তার  
৯. রাবেয়া খান  
১০. রিতু মনি  
১১. মারুফা আক্তার।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
১. লরা উলভার্ট (অধিনায়ক)  
২. তাজমিন ব্রিটস  
৩. আনেকে বোস  
৪. আনেরি ডার্কসেন  
৫. মারিজান কাপ  
৬. সিনালো জাফতা  
৭. ক্লোয়ি ট্রায়ন  
৮. নাদিন ডি ক্লার্ক  
৯. মাসাবাতা ক্লাস  
১০. ননকুলুলেকো ম্লাবা  
১১. টিউমি সেখুখুনে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সারা দেশে সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ঘোষণা মঙ্গলবার

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতি ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকেরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।

সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান।

আরো পড়ুন:

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষার্থীরা

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

তিনি জানান, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

মাসুদ রানা খান বলেন, “এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা প্রশ্নে আমরা কোনোভাবেই আপস করব না। কর্মবিরতির পাশাপাশি শিক্ষকসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।”

এর আগে, সোমবার সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক শিক্ষার্থীকে শিক্ষকেরা কমনরুমে আটকে রাখলে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ