কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি
Published: 13th, October 2025 GMT
কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার ছয়টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকার সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিচারসহ বিভিন্ন দাবিতে শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রেখেছেন।
আরো পড়ুন:
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে: উপদেষ্টা
দেড়যুগের বেরোবি: শিক্ষার্থীদের প্রত্যাশা-প্রাপ্তি
জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা ও কুমারখালীর সকল বেসরকারি স্কুল, কলেজ, কারিগরী প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠদান বন্ধ দেখা গেছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে বাড়িভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারির জন্য সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হয়।
শিক্ষক নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেছে। এমনকি কয়েকজন শিক্ষককে আটক করেছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বামী ও সৎ ছেলের মারধরে নারীর মৃত্যুর অভিযোগ, আটক ১
গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎ ছেলের মারধরে শোভা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফখরুল শেখকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শোভা বেগম ওই গ্রামের বালাম শেখের স্ত্রী।
আরো পড়ুন:
স্বামী-শাশুড়ির নির্যাতনে গর্ভপাতের অভিযোগ
নাটোরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘‘গত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শেখ শোভা বেগমকে ব্যাপক মারপিট করেন। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’’
ঢাকা/বাদল/রাজীব