টেস্ট ক্রিকেটে ৩০০ রানের দলীয় ইনিংসকে ‘বড়’ বলার কোনো উপায় নেই। তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য সেই ‘৩০০’-ই অধরা হয়ে গিয়েছিল। গত বছরের নভেম্বরে অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫০ রান করার পর টানা ১৬ ইনিংসে ৩০০ রানের আশপাশেও যেতে পারেনি ক্যারিবীয়রা। সেই দলটি অবশেষে আবার ৩০০-র দেখা পেল। সেটিও তারা করেছে ফলো অন করতে নেমে। আজ দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয়েছে। যা দলটির ইতিহাসে ফলো অন করতে নেমে চতুর্থ সর্বোচ্চ।

তাতে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে আবার ব্যাটিংয়ে নামতে হয়েছে। আর ম্যাচটি গড়িয়েছে পঞ্চম দিনে। সাত ম্যাচ পর আবার ওয়েস্ট ইন্ডিজের খেলা কোনো টেস্ট পাঁচ দিনে গড়াল।

তবে একটা বিষয়ও প্রায় নিশ্চিত, অবিশ্বাস্য কিছু না হলে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারছে। আর ভারত দুই ম্যাচের সিরিজটা জিততে যাচ্ছে ২-০ ব্যবধানে।

১২১ রানের লক্ষ্য ছুঁতে নেমে ভারত চতুর্থ দিনটা শেষ করেছে ১ উইকেটে ৬৩ রান তুলে। কাল শেষ দিনে ৫৮ রান করতে হবে ভারতকে। যশস্বী জয়সোয়াল ৮ রান করে ফেরার পর ৫৪ রানের জুটি গড়েছেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। রাহুল ২৫ ও সুদর্শন ৩০ রানে অপরাজিত আছেন।

প্রথম টেস্ট সেঞ্চুরির পর জন ক্যাম্পবেল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু


আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় ছগির আহমেদ  (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার  (১৩ অক্টোবর) সকালে আড়াইহাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছগির উপজেলার আতাদী গ্রামের নঈম উদ্দিনের ছেলে। সে পেশায় রিকশা  চালক। তিনি ব্রাক্ষন্দী এলাকায় ভাড়া থাকতো। 


স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাক্ষন্দী তার ভাড়া বাসা থেকে সকালে ফজরের নামাজ শেষে হাটতে বের হন তিনি। হাঁটতে হাঁটতে উপজেলার সদরের চৌরাস্তায় আসলে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। 
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফু উদ্দিন ঘটনা নিশ্চিত করেন।
 

সম্পর্কিত নিবন্ধ