ফলোঅন করতে নেমে জন ক্যাম্পবেল ও শেই হোপের জোড়া সেঞ্চুরিতে ভালোই লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ১১৮.৫ ওভারে ৩৯০ রান সংগ্রহ করে সফরকারীরা। তাতে ইনিংস ব্যবধানে হার এড়িয়ে ভারতকে ১২১ রানের টার্গেট ছুড়তে পারে ক্যারিবিয়ানরা।
সেই রান তাড়া করতে নেমে ৯ রানেই সেঞ্চুরিয়ান যসশ্বী জয়সওয়ালের উইকেট হারালেও লোকেশ রাহুল ও সাই সুদর্শন ৫৪ রানের জুটি গড়ে দিন শেষ করেন। শেষ দিনে জিততে ভারতের প্রয়োজন ৫৮ রান। রাহুল ২৫ ও সুদর্শন ৩০ রানে অপরাজিত আছেন।
আরো পড়ুন:
বোলার নয়, বল দেখে খেলতে বললেন মুশতাক
বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর দিল বিসিবি
তার আগে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে তৃতীয় দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনে ব্যাট করতে নামে। আগের দিন ক্যাম্পবেল ৮৭ ও হোপ ৬৬ রানে অপরাজিত ছিলেন। আজ দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ক্যাম্পবেল ১২টি চার ও ৩ ছক্কায় ১১৫ রান করে আউট হন। আর হোপ ১২ চার ও ২ ছক্কায় ১০৩ রানে আউট হন। এরপর রোস্টন চেজ ৪০, জাস্টিন গ্রেভেস অপরাজিত ৫০ ও জয়ডেন সিলস ৩২ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ৩৯০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে ভারতের কুলদীপ এবার ৩টি ও জাসপ্রিত বুমরাহ ৩টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাউলদের ওপর হামলা চালানো ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ
মানিকগঞ্জসহ কয়েকটি স্থানে বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে ঠাকুরগাঁওয়েও একই ঘটনা ঘটে। বিভিন্ন মহল থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।