Risingbd:
2025-11-13@12:41:47 GMT

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

Published: 13th, November 2025 GMT

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) চাকরি থেকে তিন কর্মকর্তাকে স্থায়ী ও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামউজ্জজামান ওই ছয়জনের বরখাস্তের আদেশে স্বাক্ষর করেছেন।

আরো পড়ুন:

নানা অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের অবস্থান

চাঁদপুরে চাল বিতরণে অনিয়ম করায় ইউপি চেয়ারম্যান-সদস্য বরখাস্ত

স্থায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সহকারি রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা.

অভিষেক বিশ্বাস।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দপ্তরের উপ-পরিচালক তুহিন মাহমুদ।

রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৮ এর ২ (চ) ধারা মোতাবেক ওইসব কর্মকর্তারা পলাতক থাকায় এবং একই আইনের ৪ এর উপধারা ৫(ঘ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক তুহিন মাহমুদকে সাময়িক এবং সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাসকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।

ঢাকা/বাদল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বরখ স ত কর মকর ত বরখ স ত ল ইসল ম

এছাড়াও পড়ুন:

‘ইসলামাবাদে আত্মঘাতী হামলায় আফগান নাগরিক জড়িত’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, চলতি সপ্তাহে দেশটিতে দুটি হামলায় জড়িত আত্মঘাতী বোমা হামলাকারীরা আফগান নাগরিক, কর্তৃপক্ষ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনে নকভি এই মন্তব্য করেন।

বুধবার ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি কলেজে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়।

আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত ক্যাডেট কলেজে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মূল ফটকে ধাক্কা দিলে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী প্রধান ফটকে নিহত হয়েছে, আর তিনজন ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।

পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে সন্ত্রাস দমন বিভাগ জানিয়েছে,ইসলামাবাদ বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 

ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির ফৌজি কলোনি এবং ধোকে কাশ্মীরিয়ান থেকে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশেও অভিযান চালানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে তিক্ত হয়ে উঠেছে। ইসলামাবাদ সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া জঙ্গিদের পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর অভিযোগ করেছে। কাবুল পাকিস্তানে আক্রমণ করার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। গত মাসে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ