ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাকচাপায় স্বাধীন মোল্লা (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে ও মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩৭

গাজীপুরে ভ্যানকে ধাক্কা দিল কাভার্ডভ্যান, নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন স্বাধীন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

‘ইসলামাবাদে আত্মঘাতী হামলায় আফগান নাগরিক জড়িত’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, চলতি সপ্তাহে দেশটিতে দুটি হামলায় জড়িত আত্মঘাতী বোমা হামলাকারীরা আফগান নাগরিক, কর্তৃপক্ষ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনে নকভি এই মন্তব্য করেন।

বুধবার ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি কলেজে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়।

আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত ক্যাডেট কলেজে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মূল ফটকে ধাক্কা দিলে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী প্রধান ফটকে নিহত হয়েছে, আর তিনজন ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।

পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে সন্ত্রাস দমন বিভাগ জানিয়েছে,ইসলামাবাদ বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 

ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির ফৌজি কলোনি এবং ধোকে কাশ্মীরিয়ান থেকে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশেও অভিযান চালানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে তিক্ত হয়ে উঠেছে। ইসলামাবাদ সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া জঙ্গিদের পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর অভিযোগ করেছে। কাবুল পাকিস্তানে আক্রমণ করার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। গত মাসে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ