চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক কারখানায় লাগা আগুন তিন ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। দীর্ঘ সময় ধরে পুড়তে থাকায় আট তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো.

জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়ে সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের ভয়াবহতার কারণে ভবনের কাছে ও ভিতরে গিয়ে আগুন নেভানোর সুযোগ নেই।

আরো পড়ুন:

রূপনগরে কেমিক্যাল গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে

শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 

তিনি জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবন থেকে ২০ থেকে ২৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ আছেন কি না, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার যে ফ্লোরগুলোতে আগুন লেগেছে, সেগুলোতে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু আছে। ফলে, আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা না গেলে ভবনটি ধসে পড়তে পারে। 

আগুন লাগা কারখানাটির নাম অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড। এখানে মূলত চিকিৎসার কাজে ব্যবহৃত তোয়ালে ও অ্যাপ্রোন জাতীয় পোশাক তৈরি হয়।

ঢাকা/রেজাউল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ন

এছাড়াও পড়ুন:

ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শঙ্কায় পড়বে

সরকার যদি সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে জুলাই সনদ বিবেচনায় নিতে হবে। এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাবে না, যাতে সংস্কার, বিচার ও নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হয়। এমনটি হলে রাজনীতিসহ সমাজজীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। এর সুযোগ গ্রহণ করবে পতিত ফ্যাসিস্ট এবং তাদের এ–দেশীয় পৃষ্ঠপোষকেরা। এ কারণে সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

আরও পড়ুনজুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার ৩ ঘণ্টা আগে

সংস্কার বিষয়ে ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না। এটি সরকারকে বিবেচনায় নিতে হবে। সরকার পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিলে ঐকমত্যে ব্যাঘাত ঘটবে। জাতীয় নির্বাচন হওয়াটা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। সরকার পক্ষপাতমূলক আচরণ করলে এবং ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে নির্বাচন নিয়ে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হবে।

জোনায়েদ সাকি: প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন

আরও পড়ুনজুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সব দলের অভিন্ন মত চায় সরকার ০৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ