আলোচিত পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘পামাল’-এর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। এতে মালিকা নামের এক লেখিকার চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী সাবা কামার, মালিকার স্বামী রাজার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা উসমান মুখতার।

ধারাবাহিকের ১২তম পর্বে একটি দৃশ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি আছেন রাজা, তাঁকে দেখতে যান মালিকা—সেখানে আবেগতাড়িত হয়ে স্বামীকে জড়িয়ে ধরেন মালিকা।

‘পামাল’–এর দৃশ্যে সাবা কামার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুরান ঢাকা থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি লকডাউন কার্যক্রম পালন করতে আসার সময় সন্দেহজনক আচরণের কারণে পুলিশ তার ওপর নজর দেন।

আরো পড়ুন:

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সূত্রাপুর থানা পুলিশের একটি টিম তাকে তল্লাশি করে গ্রেপ্তার করে। সিফাত স্থানীয় বানিয়ানগর এলাকার বাসিন্দা এবং সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় সিফাত হোসেন লকডাউন সংক্রান্ত কর্মসূচি পালন করতে পার্কে উপস্থিত ছিলেন। পুলিশের কাছে তাকে সন্দেহজনক মনে হওয়ায় প্রাথমিকভাবে আটক করা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ