এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সরোয়ার
Published: 10th, November 2025 GMT
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার।
রবিবার (৯ নভেম্বর) তাকে এই পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরো পড়ুন:
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো জোরদারে আশাবাদী
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লাকে এনটিএমসির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চুরির পর ‘অনুতপ্ত’ যুবক, পাঁচ দিন পর ফেরত দিলেন সোনা
৪ নভেম্বর এক প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরি করেছিলেন যুবক। তবে এর পাঁচ দিন পরই তিনি নিজের ভুল স্বীকার করেন। চুরি করা এসব সোনার একাংশ মালিককে ফেরত দেন। তবে সব সোনা ফেরত না দেওয়ায় ওই মালিক যুবককে পুলিশে সোপর্দ করেন।
গতকাল রোববার সন্ধ্যায় বান্দরবান জেলা শহরে বালাঘাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মো. ইদ্রিছ (৪২)। চুরির অভিযোগে আজ সোমবার দুপুরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪ নভেম্বর রাতে ওই এলাকার সৌদিপ্রবাসী মো. মুরাদের বাড়ি থেকে ২৭ ভরি সোনা চুরি হয়। প্রবাসীর পরিবারের সবাই ওই রাতে চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেই সুযোগে ইদ্রিছ বাড়ির দরজা ভেঙে এসব স্বর্ণালংকার চুরি করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর প্রবাসীর ভাগনে গত শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
জানতে চাইলে মামলার বাদী মিনহাজুল আবরার প্রথম আলোকে বলেন, তাঁর মামা সৌদি আরবে থাকায় বাড়িতে শুধু তাঁর মামি ও নানা-নানি থাকেন। ইদ্রিছ পেশায় রাজমিস্ত্রি। তাঁর মামার বাড়ি নির্মাণের কাজও ইদ্রিছ করেছিলেন। সে সূত্রে তাঁর মামার বাড়িতে ইদ্রিছের যাতায়াত ছিল। সেই সুযোগেই ফাঁকা বাড়ি জেনে চুরি করেছেন।
মিনহাজুল আবরার বলেন, রোববার সন্ধ্যায় ইদ্রিছ তাঁর মামার বাড়িতে কিছু সোনা নিয়ে আসেন। লোভ সামলাতে না পেরে চুরি করেছেন বলে তাঁদের জানান। তিনি ক্ষমা চেয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। তবে ২৭ ভরি সোনা চুরি হলেও মাত্র ১১ ভরি ফেরত পান। এ কারণে তাঁরা ইদ্রিছকে পুলিশে সোপর্দ করেন।
এদিকে গতকাল বেলা ১টায় এ চুরির ঘটনা জানিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ের এ সংবাদ সম্মেলন হয়। এতে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, ‘সোনা চুরি ঘটনায় মামলা হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে ইদ্রিছকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ১১ ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, জিনিয়া চাকমা, মান্না দে ও বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ প্রমুখ।