ওয়ান বক্স পলিসিতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ : মুফতি মাসুম বিল্লাহ
Published: 10th, November 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ইসলামী দলগুলো ওয়ান বক্স পলিসিতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
শান্তিকামী মানুষের প্রত্যাশা পূরণ করে এবার ইসলামী সমমনা দলগুলো একটি প্লাটফর্মে এসে নির্বাচনী মাঠে সরব হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
তিনি দৃঢ়তার সাথে বলেন, আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদেরকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেবে না। এবার ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ২২নং ওয়ার্ড কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, শান্তিকামী মুক্তিকামী মানুষের একটাই প্রত্যাশা যে, বাংলাদেশের ইসলামী দলগুলো একটি প্লাটফর্মে আসুক। সেই প্রত্যাশাকে যথাযথ মূল্যায়ন করে এবার নির্বাচনের মাঠে সরব থাকবে ইসলামী সমমনা দলগুলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি নুর হোসেন, বন্দর থানার সভাপতি মুহা, আবুল হাশেম, রফিকুল ইসলামসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ইসল ম দলগ ল
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড প্রদান করেন।
সোমবার (১০ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামি ফাহিম আদালতে উপস্থিত ছিলেন। আসামি ফাহিম রুপগঞ্জ চনপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুরিয়া হেরোইনসহ ফাহিমকে রুপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।