কক্সবাজারের মহেশখালীতে প্রেমের ঘটনার জেরে হামলায় নুরুননবী (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় আরও ৮-১০ জন আহত হন।
নিহত নুরুননবী ওই গ্রামের ফরিদুল আলমের ছেলে। এলাকাবাসী জানান, ফরিদের প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে সিপাহিপাড়ার সাগর নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি মঙ্গলবার রাতে ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসেন। ফেরার পথে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ফরিদুল ও তাঁর পরিবারের সদস্যরা সাগরকে আটক করে। পরে মেয়ের বাবার কাছে তাঁকে বুঝিয়ে দিয়ে রাত ১২টার দিকে ফরিদুল সেখান থেকে চলে যান।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, এ ঘটনার জেরে সম্মানহানির অভিযোগ তোলে মেয়ে ও ছেলের পরিবার। তারা একত্রে রাতেই ফরিদুল আলমের বাড়িতে হামলা করে। এ সময় নুরুননবী, কালা বাশি, সাইফুল, ফরিদ, ইব্রাহীম, মুকসুদ, নুর, তারেকসহ আরও কয়েকজন আহত হন।
এলাকাবাসী আহত ব্যক্তিদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুরুননবীকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫টার দিকে মরদেহ সেখান থেকে বাড়িতে আনা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ মামলা না করলেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ওভালে ১৬ উইকেটের দিন
টেস্ট ক্রিকেট ভিন্ন রকম একটি দিনের দেখা পেল। ব্যাট-বলের সমানে-সমান লড়াই হলো। ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের দ্বিতীয় দিনে চরম রোমাঞ্চও ছড়াল। কিন্তু দিন শেষে কে এগিয়ে সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।
দলগতভাবে কে এগিয়ে সেটা পরিস্কার না হলেও নিশ্চিতভাবে বোলাররা আপারফ্রন্টে। কেননা ২২ গজে তাদের পকেটে গেছে ১৬ উইকেট। আগের দিনের ৬ উইকেটে ২০৪ রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় ভারত।
জবাব দিতে নেমে ইংল্যান্ডের ১২ ওভারেই রান বিনা উইকেটে ৯২। অথচ তারাই কি না পরের ১৫৫ রান তুলতে হারায় ১০ উইকেট। ২৪৭ রানে অলআউট হয়ে লিড পায় ২৩ রানের। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ভারত ২ উইকেটে ৭৫ রান তুলে দিন শেষ করেছে। তাদের লিড ৫২ রানের।
ভারতের প্রথম ইনিংসের রান কতদূর যাবে তা নির্ভর করছিল করুন নায়ারের ওপর। আগের দিন ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। গতকাল দিনের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৫৭ রান করে। ভালো করতে পারেনি ওয়াসিংটন সুন্দর। ২৬ রানে থেমে যায় তার ইনিংস। বাকিরা তেমন কিছু করতে পারেনি। ভারতের স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে অতিরিক্ত রান। ইংল্যান্ডের বোলাররা ৩৮ রান দিয়েছেন অতিরিক্ত। যেখানে ওয়াইড বলই ছিল ১৬টি। নো বল ৪টি।
পেসার গুস আটিকসন ৩৩ রানে পেয়েছেন ৫ উইকেট। আরেক পেসার টং পেয়েছেন ৩ উইকেট।
ইংল্যান্ডের ব্যাটিং ছিল উড়ন্ত। দুুই ওপেনার জ্যাক ক্রয়লে ও বেন ডাকেট সামনে যাকে পেয়েছেন তাকেই পিটিয়েছেন। বাউন্ডারির ফোয়ারা ছুটিয়েছেন ২২ গজে। বেন ডাকেট ৪৩ রানে আউট হলে ভাঙে জুটি। আরেক ওপেনার ক্রয়লে অবশ্য ফিফটি তুলে নেন। ৫৭ বলে ১৪ চারে ৬৪ রান করে আউট হন।
ইংল্যান্ডের মিডল অর্ডারে ভাঙন ধরান পেসার মোহাম্মদ সিরাজ। ওলি পোপে (২২), জো রুট (২৯) ও হ্যারি ব্রুককে (৫৩) আউট করেন এ পেসার। তাকে সঙ্গ দেওয়া প্রসিদ্ধ কৃষ্ঞা নেন ৪ উইকেট। দুই পেসারের ভয়ংকর আক্রমণে ইংল্যান্ড ভালো অবস্থানে থেকেও বড় কিছু করতে পারেনি।
দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত রাহুল (৭) ও সুদর্শনের (১১) উইকেট হারায়। ফিফটি তোলা জয়সওয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। একটি টেস্ট ড্র হয়েছে। এই ম্যাচ ভারত জিতলে সিরিজ বাঁচাতে পারবে। ইংল্যান্ড জিতলে নিশ্চিত করবে সিরিজ। তৃতীয় দিন শেষে বোঝা যেতে পারে কারা শেষ হাসি হাসবে।
ঢাকা/ইয়াসিন