বাবরকে উইকেটকিপার হওয়ার প্রস্তাব: কোচ যা বললেন
Published: 11th, July 2025 GMT
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ব্রাত্য হয়ে পড়েছেন বাবর আজম। এ বছর পাকিস্তানের খেলা দুটি টি-টোয়েন্টি সিরিজের কোনোটিতেও দলে সুযোগ পাননি। জায়গা হয়নি আসন্ন বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজেও।
এই অবস্থায় বাবরকে নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। টি-টোয়েন্টি দলে জায়গা পেতে হলে বাবরকে নতুন কোনো স্কিল যোগ করতে হবে, এমনকি সেটা উইকেটকিপিংও হতে পারে। কখনো উইকেটকিপিং না করা বাবরকে নাকি এমন প্রস্তাব দিয়েছেন দলের প্রধান কোচ মাইক হেসন। তবে গতকাল এই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন হেসন।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান বাবরের। প্রায় ৪০ গড়ে রান করেছেন ৪২২৩। ৩৬টি ফিফটির সঙ্গে আছে ৩টি সেঞ্চুরিও। তবে স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে ছিলেন তিনি। দলের জন্য নয়, বাবর নিজের জন্য খেলেন—এমন প্রশ্নের মুখেই একপর্যায়ে দল থেকে বাদ পড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এর সঙ্গে রান করার ধারাবাহিকতাও দরকার। আমাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার বড় কারণ, আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যথেষ্ট নয়।মাইক হেসনবাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা না হলেও করাচিতে দলের সঙ্গে সপ্তাহব্যাপী ক্যাম্পে অংশ নিচ্ছেন বাবর। টি-টোয়েন্টি দলে ফেরার জন্য লড়ছেন তিনি।
কাল সাংবাদিকদের মাইক হেসন বাবরকে নিয়ে বলেন, ‘প্রথমত, বাবর আজমকে আমরা কোনোভাবেই উইকেটকিপিং অপশন হিসেবে দেখছি না। কোথা থেকে এটা এসেছে জানি না, তবে এমন গুজব আমিও শুনেছি। বাবর এখন ওপেনিং পজিশনের জন্য লড়াই করছে। তবে এই মুহূর্তে সেই দুটি জায়গায় ফখর জামান ও সাইম আইয়ুব আছে।’
আরও পড়ুন৪০০ রানের বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল, মুল্ডারকে বলছেন লারা৪ ঘণ্টা আগেবাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নে হেসন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এর সঙ্গে রান করার ধারাবাহিকতাও দরকার। আমাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার বড় কারণ, আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যথেষ্ট নয়। আমরা শেষ সিরিজে ইতিবাচক পরিবর্তন এনেছি। চেষ্টা করেছি বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে। বাবরেরও এই পরিবর্তন আনার সামর্থ্য আছে। গত এক মাসে ওর মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখেছি। শুধু স্ট্রাইক রেট ১২৫ থেকে ১৫০ করাই নয়, বরং কীভাবে দলকে অতিরিক্ত ৩০ থেকে ৪০ রান এনে দেওয়া যায়, সেটাই মূল লক্ষ্য।’
শাহিন আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান—তিনজনই টি–টোয়েন্টি দলে নেই.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ব বর আম দ র র জন য ব বরক
এছাড়াও পড়ুন:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হতে দেব না: মামুনুল হক
ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেছেন, গত ১৬ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুনের বিচার নিশ্চিত করতে হবে। তা না করে আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য দরজা খুলে দেওয়ার মানে হলো অপরাধীদের দায়মুক্তি ও জনগণের প্রতি অবিচার। তারা এই কার্যালয় স্থাপন করতে দেবে না।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, এই সিদ্ধান্ত থেকে সরকার অবিলম্বে সরে না এলে হেফাজতে ইসলাম সারাদেশে তীব্র আন্দোলনের ডাক দেবে। জাতিসংঘের তথাকথিত মানবাধিকার বাস্তবে ইসলাম ও মানবতার পরিপন্থি পশ্চিমা আদর্শের হাতিয়ার। খাল কেটে কুমির আনার অধিকার সরকারকে কেউ দেয়নি।
সমাবেশে অন্যদের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী, নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ বক্তব্য দেন।