বাবরকে উইকেটকিপার হওয়ার প্রস্তাব: কোচ যা বললেন
Published: 11th, July 2025 GMT
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ব্রাত্য হয়ে পড়েছেন বাবর আজম। এ বছর পাকিস্তানের খেলা দুটি টি-টোয়েন্টি সিরিজের কোনোটিতেও দলে সুযোগ পাননি। জায়গা হয়নি আসন্ন বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজেও।
এই অবস্থায় বাবরকে নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। টি-টোয়েন্টি দলে জায়গা পেতে হলে বাবরকে নতুন কোনো স্কিল যোগ করতে হবে, এমনকি সেটা উইকেটকিপিংও হতে পারে। কখনো উইকেটকিপিং না করা বাবরকে নাকি এমন প্রস্তাব দিয়েছেন দলের প্রধান কোচ মাইক হেসন। তবে গতকাল এই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন হেসন।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান বাবরের। প্রায় ৪০ গড়ে রান করেছেন ৪২২৩। ৩৬টি ফিফটির সঙ্গে আছে ৩টি সেঞ্চুরিও। তবে স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে ছিলেন তিনি। দলের জন্য নয়, বাবর নিজের জন্য খেলেন—এমন প্রশ্নের মুখেই একপর্যায়ে দল থেকে বাদ পড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এর সঙ্গে রান করার ধারাবাহিকতাও দরকার। আমাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার বড় কারণ, আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যথেষ্ট নয়।মাইক হেসনবাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা না হলেও করাচিতে দলের সঙ্গে সপ্তাহব্যাপী ক্যাম্পে অংশ নিচ্ছেন বাবর। টি-টোয়েন্টি দলে ফেরার জন্য লড়ছেন তিনি।
কাল সাংবাদিকদের মাইক হেসন বাবরকে নিয়ে বলেন, ‘প্রথমত, বাবর আজমকে আমরা কোনোভাবেই উইকেটকিপিং অপশন হিসেবে দেখছি না। কোথা থেকে এটা এসেছে জানি না, তবে এমন গুজব আমিও শুনেছি। বাবর এখন ওপেনিং পজিশনের জন্য লড়াই করছে। তবে এই মুহূর্তে সেই দুটি জায়গায় ফখর জামান ও সাইম আইয়ুব আছে।’
আরও পড়ুন৪০০ রানের বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল, মুল্ডারকে বলছেন লারা৪ ঘণ্টা আগেবাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নে হেসন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এর সঙ্গে রান করার ধারাবাহিকতাও দরকার। আমাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার বড় কারণ, আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যথেষ্ট নয়। আমরা শেষ সিরিজে ইতিবাচক পরিবর্তন এনেছি। চেষ্টা করেছি বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে। বাবরেরও এই পরিবর্তন আনার সামর্থ্য আছে। গত এক মাসে ওর মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখেছি। শুধু স্ট্রাইক রেট ১২৫ থেকে ১৫০ করাই নয়, বরং কীভাবে দলকে অতিরিক্ত ৩০ থেকে ৪০ রান এনে দেওয়া যায়, সেটাই মূল লক্ষ্য।’
শাহিন আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান—তিনজনই টি–টোয়েন্টি দলে নেই.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ব বর আম দ র র জন য ব বরক
এছাড়াও পড়ুন:
গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্ডার গার্ড বিজিবি তাদের আটক করেছে।
বিজিবি সূত্রে জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে, দেশটির পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন তারা। ঠেলে পাঠানোদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
আরো পড়ুন:
ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ঠেলে পাঠানো বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/ফারুক/মাসুদ