তামিমের ফিফটিতে চট্টগ্রামে দুর্দান্ত শুরু বরিশালের
Published: 16th, January 2025 GMT
দুর্দান্ত এক জয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলো ফরচুন বরিশাল। তামিম ইকবাল ও মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে জয় তুলে নেয় বরিশাল।
১৪০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম ও মালানের ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে বরিশাল। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হলেও অপরাজিত ছিলেন মালান। তার ৪৯ রানের ইনিংসে ভর করে বরিশাল ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এটি বরিশালের চতুর্থ জয়, যা তাদের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তুলে এনেছে। ঢাকার জন্য এটি ছিল আসরে সপ্তম হার
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালো করলেও ধারাবাহিক ব্যর্থতায় ১৩৯ রানে গুটিয়ে যায়। তানজিদ তামিম একাই লড়াই করে ৪৪ বলে ৬২ রান করেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি বাউন্ডারি। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলের রান বড় হয়নি।
মুনিম শাহরিয়ার ও অধিনায়ক থিসারা পেরেরা কোনো রান না করেই সাজঘরে ফিরেন। শেষ দিকে ফারমানুল্লাহ শাফির ১১ বলে ২০ রানের ক্যামিও কিছুটা রান যোগ করলেও দলের হার ঠেকাতে পারেনি।
বরিশালের বোলিং আক্রমণে সেরা ছিলেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তিনি ৩ ওভারে ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ৩.
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে (০) হারালেও তামিম ও মালানের ব্যাটিংয়ে কোনো চাপ পড়েনি বরিশালের। দ্বিতীয় উইকেটে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তারা। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান। অপরদিকে, মালান ৪৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল সংগ্রহে (ইটিসি) যুক্ত হলো বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’। আধুনিক এই ব্যবস্থার ফলে যানবাহনগুলোর আর লাইনে দাঁড়িয়ে টোল দেয়ার প্রয়োজন হবে না, বরং স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে নগদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এর ফলে টোল প্লাজায় থামা ছাড়াই টোল পরিশোধ করা সম্ভব হবে, যা সময় বাঁচাবে এবং যানজট ও ভোগান্তি কমাবে।
রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ দুইপক্ষের শীর্ষ কর্মকর্তারা।
চুক্তিতে সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নুরুল হক এবং নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী।
অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন, জনগণকে ঝামেলাহীন সেবা দিতে আমরা পদ্মা সেতুর টোল আদায় ব্যবস্থায় ইলেকট্রনিক পেমেন্ট চালুর উদ্যোগ নিয়েছি। আসন্ন ঈদুল আজহার আগেই এই ব্যবস্থা চালু করে সাধারণ যাত্রীদের উপকারে আনা আমাদের লক্ষ্য।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, আমরা প্রযুক্তিকে ডিজিটাল পেমেন্টের উপযোগী করে তুলছি। সফলভাবে বাস্তবায়িত হলে টোল আদায়ের প্রক্রিয়া হবে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যময়।
নগদের চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী বলেন, এই চুক্তি দেশের ডিজিটাল পেমেন্ট বাস্তবায়নে একটি মাইলফলক। তবে বিআরটিএ-এর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ পুরোপুরি সফল হবে না।
ডাক বিভাগের পরিচালিত নগদ বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা, সহজসেবা ও গ্রাহকের আস্থার মাধ্যমে প্রতিনিয়ত জনপ্রিয়তা অর্জন করছে সেবাটি।
ঢাকা/সাজ্জাদ/সাইফ