কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা হয়েছে একটি নৌকা এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক ছয়জন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার নুর হাবিবের ছেলে ফয়সাল (২০), আব্দুর রহিমের ছেলে মো.

আরমান (২০), আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৩০)।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার হতে নৌকাযোগে মাদকের বড় চালান পাচার হচ্ছে। এমন খবরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাফনদীর মোহনায় জলযান ফ্যান্টমযোগে গভীর সমুদ্রে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপিস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে নৌকাসহ মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, সামান্য পরিমাণ গাঁজা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়।

আইনিপ্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।

মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।

সম্পর্কিত নিবন্ধ