রিয়াল ছাড়িনি, আমাকে বিক্রি করে দিয়েছিল: হাকিমি
Published: 10th, July 2025 GMT
রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে ছিলেন আশরাফ হাকিমি। শৈশবে তিনি ক্লাবে যোগ দিলেও দুই মৌসুম ধারে ও এক মৌসুম বেঞ্চে রেখে ইন্টার মিলানের কাছে তাকে বিক্রি করে দেয় রিয়াল। এক মৌসুম ইন্টারে আলো কাড়তেই মোটা অঙ্কের অর্থে পিএসজি তাকে ২০২১ সালে দলে ভেড়ায়।
ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। ম্যাচে দারুণ খেলা হাকিমি রিয়াল ছাড়ার প্রশ্নে বলেন, ‘আমি (রিয়াল) ছাড়িনি, আমাকে ছেড়ে দেওয়া ক্লাবের সিদ্ধান্ত ছিল।’
রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দেওয়ায় পিএসজিতে জাত চেনানোর সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন হাকিমি, ‘আমি যেটা করতে পছন্দ করি, রিয়াল আমাকে (বিক্রি করে) সেটা করার সুযোগ করে দিয়েছে। বর্তমান কোচ আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন, ওপরে উঠে খেলার সুযোগ তৈরি করে দিয়েছেন। সত্য হলো- আমি খুব ভালো আছি এবং দলে নিজেকে উপভোগ করছি।’
বর্তমান সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক মরক্কোর আশরাফ হাকিমি। পিএসজির এই ২৬ বছর বয়সী ফুটবলার দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। লা প্যারিসিয়ানরা মৌসুমে পঞ্চম শিরোপা জয়ের পথে আছে। রক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি আক্রমণে ভূমিকা রাখতে তার জুড়ি মেলা ভার। কখনো ফুল ব্যাক পজিশন ছেড়ে মিডফিল্ডে উঠছেন, কখনো কৌশলের ট্রামকার্ড হয়ে ফলস লেফট উইঙ্গারের ভূমিকা পালন করছেন।
প্রতিভায় বিনিয়োগের অংশ হিসেবে এই আশরাফ হাকিমিতে ছোট্ট বয়সেই কিনে নেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের একাডেমি পেরিয়ে রিয়াল কাস্তেলা হয়ে মূল দলে খেলার দাবিদার বনে যান হাকিমি। রিয়ালে তখন দানি কারভাহালে তো ছিলেনই ব্যাকআপ হিসেবে ছিলেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। প্রথমে ধারে পাঠিয়ে পরে হাকিমিকে তাই বিক্রি করে দেয় রিয়াল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আশর ফ হ ক ম ফ টবল দলবদল প এসজ
এছাড়াও পড়ুন:
বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ব্যাংক কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বুধবার গভীর রাতে আসিফ উদ্দিন ওরফে সুমন (৪৬) নামের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে ভাটারা থানার পুলিশ। তিনি গুলশানে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। পুলিশ ধারণা করছে, ২ জুলাই থেকে ৯ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় তিনি মারা গেছেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, আসিফ বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লকের ১১ নম্বর রোডের একটি বাড়ির সপ্তমতলার একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই বাসার খাটের ওপর থেকে তাঁর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আসিফের স্ত্রী রোকসানা আক্তার দুবাইয়ে ছিলেন। তিনি বুধবার রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে লক করা পান।
ডাকাডাকি করেও তিনি আসিফের কোনো সাড়াশব্দ পাননি। পরে ভাটারা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
নবজাতকের লাশ উদ্ধারবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলের দেয়াল–সংলগ্ন ফুটপাত থেকে বৃহস্পতিবার দুপুরে এক নবজাতকের (পুত্র) মৃতদেহ উদ্ধার করেছে চকবাজার থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক। তিনি প্রথম আলোকে বলেন, দুপুরে পুলিশ বকশীবাজার থেকে পলাশী যাওয়ার পথে বুয়েটের আহসানউল্লাহ হলের দেয়াল–সংলগ্ন ফুটপাত থেকে পলিথিন ও কাপড়ে মোড়ানো একটি বাজারের ব্যাগ থেকে নবজাতকের (পুত্র) মৃতদেহ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কে বা কারা নবজাতকটি ফেলে গেছে, তা জানা যায়নি।