রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে ছিলেন আশরাফ হাকিমি। শৈশবে তিনি ক্লাবে যোগ দিলেও দুই মৌসুম ধারে ও এক মৌসুম বেঞ্চে রেখে ইন্টার মিলানের কাছে তাকে বিক্রি করে দেয় রিয়াল। এক মৌসুম ইন্টারে আলো কাড়তেই মোটা অঙ্কের অর্থে পিএসজি তাকে ২০২১ সালে দলে ভেড়ায়।

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। ম্যাচে দারুণ খেলা হাকিমি রিয়াল ছাড়ার প্রশ্নে বলেন, ‘আমি (রিয়াল) ছাড়িনি, আমাকে ছেড়ে দেওয়া ক্লাবের সিদ্ধান্ত ছিল।’

রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দেওয়ায় পিএসজিতে জাত চেনানোর সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন হাকিমি, ‘আমি যেটা করতে পছন্দ করি, রিয়াল আমাকে (বিক্রি করে) সেটা করার সুযোগ করে দিয়েছে। বর্তমান কোচ আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন, ওপরে উঠে খেলার সুযোগ তৈরি করে দিয়েছেন। সত্য হলো- আমি খুব ভালো আছি এবং দলে নিজেকে উপভোগ করছি।’

বর্তমান সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক মরক্কোর আশরাফ হাকিমি। পিএসজির এই ২৬ বছর বয়সী ফুটবলার দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। লা প্যারিসিয়ানরা মৌসুমে পঞ্চম শিরোপা জয়ের পথে আছে। রক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি আক্রমণে ভূমিকা রাখতে তার জুড়ি মেলা ভার। কখনো ফুল ব্যাক পজিশন ছেড়ে মিডফিল্ডে উঠছেন, কখনো কৌশলের ট্রামকার্ড হয়ে ফলস লেফট উইঙ্গারের ভূমিকা পালন করছেন।

প্রতিভায় বিনিয়োগের অংশ হিসেবে এই আশরাফ হাকিমিতে ছোট্ট বয়সেই কিনে নেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের একাডেমি পেরিয়ে রিয়াল কাস্তেলা হয়ে মূল দলে খেলার দাবিদার বনে যান হাকিমি। রিয়ালে তখন দানি কারভাহালে তো ছিলেনই ব্যাকআপ হিসেবে ছিলেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। প্রথমে ধারে পাঠিয়ে পরে হাকিমিকে তাই বিক্রি করে দেয় রিয়াল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আশর ফ হ ক ম ফ টবল দলবদল প এসজ

এছাড়াও পড়ুন:

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) তিন নেতার ওপর হামলার ঘটনায় জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদার) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ আগামী ১ মাসের জন্য স্থগিত করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর করেন তারা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। 

সম্পর্কিত নিবন্ধ