নড়াইলের পৃথক এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে কুকুর কামড়িয়ে তাদের আহত করে। আহতরা নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নড়াইল সদর উপজেলার গঙ্গারামপুর গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ৩ জন আহত হন। তারা হলেন- ইমরান হাসান (৪০), তানভীর রহমান (৮) ও সামিউল ইসলাম (৮)।
এছাড়া, নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় কুকুরের কামড়ে ৭ জন আহত হন। তারা হলেন- আবু রায়হান (৫), লাইজু বেগম (২২), জেলেখা বেগম (৫০), ইমন মোল্যা (১৬), চঞ্চল মোল্যা (৩২), রাবেয়া হাসান (৫) ও রেশমা বেগম (৪০)।
আরো পড়ুন:
যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে পুলিশে সোপর্দ
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুপ্রীতি নন্দী লক্ষ্মী বলেন, ‘‘কুকুরের কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন।’’
ঢাকা/শরিফুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫