সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও চীনের প্রতিষ্ঠানের পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) বাংলাদেশ থেকে ১ লাখ ৫০ হাজার টন সার কিনছে সরকার। এর মধ্যে রয়েছে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া এবং ৩০ হাজার টন ফসফরিক এসিড। এ সার আমদানিতে ব্যয় হবে ৭৫৬ কোটি ৬৩ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড.
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া একই দামে সৌদি আরবের সাবিক এগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে।
কাতার এনার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে কিছু বাড়তি ব্যয় হচ্ছে। এ ক্ষেত্রে দাম পড়ছে ১৩৮ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা। তাছাড়া কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনায় ব্যয় হবে ১২৯ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা। এটি বহুজাতিক প্রতিষ্ঠান হওয়ায় এ প্রতিষ্ঠান থেকে সার কিনলেও ডলারে মূল্য পরিশোধ করতে হয়, তাই আমদানি হিসেবেই ধরা হয়। এ ছাড়া চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য আরব আমিরাতের জেনট্রেড এফজেডইর কাছ থেকে ১০ হাজার টন ফসফরিক এসিড কেনা হচ্ছে। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৩৭ লাখ টাকা।
বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ৩ লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার প্রস্তাব অনুমোদন হয়। এতে ব্যয় হবে ৭০ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকা। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে কৃষিপণ্যের বিশেষ ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) কার্যক্রমের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: স র আমদ ন উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা