ছাত্রদল কর্মী সাজ্জাদ সিকদার গুলিবিদ্ধ হন ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বিজয় নিশ্চিত হওয়ার পরই। এখনও রাজধানীর পঙ্গু হাসপাতালে যন্ত্রণায় কাতরান তিনি। চিকিৎসার জন্য জমি, গহনা ও গবাদি পশু বিক্রি করেছে তাঁর পরিবার। এ ছাড়া চড়া সুদে ঋণও নিয়েছে। কিন্তু 'কোনো কূল-কিনারা করতে পারছে না। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
রাজধানীর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। বড় বোন বৃষ্টি আক্তারের সঙ্গে মিরপুর-১ এলাকায় ভাড়া বাসায় থাকেন। বৃষ্টি লেখাপড়া শেষ করে একটি বেসরকারি বিমান সংস্থায় চাকরি করতেন। আন্দোলনে শুধু সাজ্জাদ নন, তাঁর বোন ও বোনজামাই সক্রিয় ছিলেন। সাজ্জাদের আরও দুই বোন আছেন।
সরকার পতনের দিন দুপুরের দিকে সাজ্জাদ তাঁর সহপাঠীদের সঙ্গে বিজয় মিছিল নিয়ে মিরপুর মডেল থানার সামনে পৌঁছালে হঠাৎ শুরু হয় গুলিবর্ষণ। অনেকে হতাহত হন। সাজ্জাদের ডান পায়ে গুলি লেগে হাড়ের অংশসহ বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে সাজ্জাদ তাঁর বড় বোনকে ফোন দেন। বৃষ্টি তখন গণভবনের কাছে বিজয় উল্লাসে শামিল ছিলেন। ফোন পেয়ে ছুটে যান সাজ্জাদের কাছে।
গুলি লাগার পর সাজ্জাদকে নিয়ে যাওয়া হয় পঙ্গু হাসপাতালে। বৃষ্টি আক্তার জানান, শুরুতে চিকিৎসকরা পা কেটে ফেলার পরামর্শ দিলেও তারা তাতে রাজি হননি। একমাত্র ভাইয়ের পা বাঁচাতে তারা চিকিৎসায় গুরুত্ব দেন। এরই মধ্যে বরিশালের গ্রামের বাড়ি থেকে তাঁর মা-বাবাসহ আত্মীয়স্বজন ছুটে আসেন। চিকিৎসার শুরুতে গ্রামের বাড়িতে তাদের দুটি গরু বিক্রি করা হয়। পরে কিছু জমি বন্ধক, কিছু বিক্রি, বৃষ্টির গহনা বিক্রি করা হয়। উচ্চ সুদে ছয় লাখ টাকা ঋণ নেওয়া হয়। আত্মীয়স্বজনও সহযোগিতা করেন সাধ্যমতো। সব মিলিয়ে ১৮ লাখ টাকার বেশি খরচ হয়েছে তাদের। এর মধ্যে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ এবং ‘আমরা বিএনপি পরিবার’ থেকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বৃষ্টি জানান, সাজ্জাদকে হাসপাতালে ভর্তির পর প্রথম দফায় অস্ত্রোপচার শেষে সাভারের সিআরপিতে পাঠানো হয়। সেখানে তাঁর পায়ের হাড়ে স্টিলের পাত দিয়ে যে জোড়া লাগানো হয়, তা ভেঙে যায়। তাঁকে আবার পঙ্গু হাসপাতালে এনে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসকরা বলেছেন, ডান হাঁটুর হাড়ের একটি বড় অংশ গুলিতে উড়ে যাওয়ায় সাজ্জাদ আর কোনোদিন স্বাভাবিক হতে পারবেন না। তিন ইঞ্চি হাড় উড়ে যাওয়ায় সেটি জোড়া লাগতে দেড়-দুই বছর অপেক্ষা করতে হবে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোহসীন হাওলাদার জানান, সাজ্জাদ সংগঠনের খুবই সক্রিয় কর্মী। তাঁর বাবা সাইদুল সিকদার বরিশালের বানারীপাড়ায় একটি ইউনিয়নের বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি মেম্বার। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পুরো পরিবার এখন প্রায় নিঃস্ব।
চিকিৎসা ঠিকমতো চালানোই অসম্ভব হয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মী জানান, জুলাই আন্দোলনে আহতদের পাশে তেমন কাউকে এখন দেখা যায় না।
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল
এছাড়াও পড়ুন:
জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি বড় ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, চিকিৎসক দলের প্রধান কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে গতকাল বিকেলে ৪টায় তাঁর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায়, হৃদযন্ত্রে রয়েছে তিনটি বড় ব্লক। বাইপাস সার্জারিই সর্বোত্তম চিকিৎসা হিসেবে বিবেচনা করছেন চিকিৎসকরা।
এর আগে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। প্রথমবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য শুরু করলেও দ্বিতীয়বার পড়ে গেলে আর দাঁড়াতে পারেননি। পরে তাকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেদিন গুরুতর কিছু ধরা না পড়ায় তিনি বাসায় ফিরে যান।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৩০ জুলাই সকালে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই ধরা পড়ে হার্টের তিনটি ব্লক।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, চিকিৎসকরা আরো কিছু পরীক্ষা করছেন। সেগুলোর ফলাফলের ওপর ভিত্তি করেই বাইপাস সার্জারির সময় নির্ধারণ করা হবে।
ডা. শফিকুর রহমানের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম আরো জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
ঢাকা/কেএন/ইভা