রাজধানীর মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মুহাম্মদ জুম্মনকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীতে হত্যাসহ দুটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সেনাসদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে জুম্মনকে আটক করেন। রাতে তাঁকে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার যোগাযোগ করা হলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহ আলী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জুম্মনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জুম্মনের বিরুদ্ধে শাহ আলী থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য। জুলাই অভ্যুত্থানের ঘটনায় মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলার আসামি।

রাজধানীর মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের একাধিক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, জুম্মনের দৃশ্যমান কোনো ব্যবসা নেই। মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে চাঁদাবাজি ও ওই মার্কেটের সামনের রাস্তা দখল করে ও ফুটপাতে চাঁদা নিয়ে হকার বসিয়ে আসছিলেন তিনি। মিরপুর ১ নম্বর সেকশনের এফ ব্লকে দুটি সাততলা, মিরপুর ১ নম্বরে গুদারাঘাটে চারতলা, মিরপুর শাহ আলী বাগের জনতা হাউজিংয়ে ছয়তলা, ঢাকার অদূরে সাভারের নিউমার্কেটের পেছনে তিনতলা ও একটি একতলা বাড়ি রয়েছে। এ ছাড়া ফরিদপুরে নিজ বাড়িতে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কমপ ল ক স জ ম মন শ হ আল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ