‘ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট’ হিসেবে এসএমসির যাত্রা শুরু। পথচলার আজ ৫০ বছর পূর্ণ করছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সমকালকে দেওয়া সাক্ষাৎকারে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান জানিয়েছেন প্রতিষ্ঠানটির সফলতার নানা দিক। উঠে এসেছে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। সাক্ষাৎকারটি নিয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান।

সমকাল: দেশে প্রথম জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নিয়ে আসে এসএমসি। এখন এই পণ্যের বাজার কতটুকু এসএমসির দখলে?
তসলিম উদ্দিন খান: দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসির জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বড় ভূমিকা আছে। দেশে জনসংখ্যার ৬৪ শতাংশ কোনো না কোনো জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করে। তাদের মধ্যে ৯ শতাংশ ব্যবহার করে সনাতন পদ্ধতি। বাকি ৫৫ শতাংশ আধুনিক জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিশেষ করে খাওয়ার বড়ি, কনডম, ইনজেকশন ও ইমপ্ল্যান্ট ব্যবহার করে থাকে। এর অর্ধেকই সরবরাহ করে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। বাংলাদেশে দম্পতি আছে তিন কোটি। দেড় কোটির বেশি দম্পতি আধুনিক জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করে। এর মধ্যে ৯০ লাখ দম্পতি এসএমসি সরবরাহ করা সামগ্রী ব্যবহার করে থাকে। ১৯৭৫ সালে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নিয়ে আমাদের যখন যাত্রা শুরু হয় তখন সরকারি কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করা হতো। বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বাংলাদেশে জনসংখ্যা বাড়তে থাকলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বড় পরিসরে কাজ শুরু হয়। 
সমকাল: শুরুর দিকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে মানুষের সাড়া কেমন ছিল?
তসলিম উদ্দিন খান: শুরুর দিকে মানুষ এসব সামগ্রী ব্যবহার করত না। মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মানুষ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করত। কারণ, সেই সময় মানুষের মধ্যে ট্যাবু ও নেগেটিভ ধারণা ছিল। ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। গত ৫০ বছরে এসব সামগ্রী ব্যবহার বেড়েছে ৫৪ শতাংশ। বর্তমানে ৬৪ শতাংশ দম্পতি এ পদ্ধতি ব্যবহার করে। এটি সম্ভব হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে এগিয়ে আসার কারণে। জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মধ্যে সর্বোচ্চ ব্যবহার হচ্ছে কনডম।
সমকাল: এসএমসির শীর্ষ পণ্য কোনটি?
তসলিম উদ্দিন খান: এসএমসির খাওয়ার স্যালাইন সবচেয়ে জনপ্রিয় পণ্য। বছরে দেশে ১৬০ কোটি প্যাকেট স্যালাইনের চাহিদা রয়েছে। এর প্রায় ৯০ শতাংশ সরবরাহ করে থাকে এসএমসি। বছরে প্রায় ১৫০ কোটি খাওয়ার স্যালাইনের প্যাকেট বিক্রি করি। ৫০ বছরে এসএমসির সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য খাওয়ার স্যালাইন। খাওয়ার স্যালাইন ও পরিবার পরিকল্পনা সামগ্রী ছাড়াও এসএমসির অনেক পণ্য বাজারে আছে। এর মধ্যে রয়েছে অপুষ্টি পাউডার, ইলেকট্রোলাইট ড্রিংকস, কৃমিনাশক বড়ি, স্যানিটারি ন্যাপকিন, বেবি ডায়াপার, ফর্টিফায়েড বিস্কুট।
সমকাল: আগামী দিনে আর কী নিয়ে কাজ করতে চান?
তসলিম উদ্দিন খান: আগামী দিনে মাতৃস্বাস্থ্য, কিশোরী স্বাস্থ্য, বাল্যবিয়ে কমানো এসব বিষয়ে জোর দিয়ে কাজ করবে এসএমসি। কারণ, এখনও ১০০ জন মায়ের মধ্যে ১৬ জন অপুষ্টিতে ভোগেন। এটি কমিয়ে আনা আমাদের লক্ষ্য। এর বাইরেও শিশুর পুষ্টির বিষয়ও আছে। দেশে বছরে জন্ম নেয় ১০ লাখের বেশি শিশু। তাদের মধ্যে বড় একটি অংশ অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে। এটি দূর করতেও আমরা কাজ করছি। 
এখন ১২০টি উপজেলায় এসব নিয়ে কাজ চলমান রয়েছে। দেশের প্রায় প্রতিটি 
পরিবারে এসএমসির কোনো না কোনো পণ্য পৌঁছেছে। সারাদেশে আট লাখ স্থান 
(আউটলেট) থেকে এসএমসির পণ্য বিক্রির জন্য বিতরণ করা হয়। 
সমকাল: ব্যবসা পরিচালনায় কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা?
তসলিম উদ্দিন খান: এসএমসি অলাভজনক একটি প্রতিষ্ঠান। ২০১৪ সালে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি লাভজনক প্রতিষ্ঠান গঠন করা হয়। সেখান থেকে যে লাভ আসে, তা জনস্বাস্থ্য কর্মসূচিতে বিনিয়োগ করা হয়। তাই আমরা আগামীতে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নতুন ব্যবসায়ীরা এলে স্বাস্থ্যখাত উন্নতি হবে। এটি আমাদের প্রত্যাশা।
সমকাল: দেশে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ছে– এটি এড়াতে করণীয় কী?
তসলিম উদ্দিন খান: দেশে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বেড়েছে। এটি পরিত্রাণে আমাদের নোরিক্স নামে একটি পিল রয়েছে। এটি ঝুঁকিহীনভাবে কাজ করে। এটি এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। কারণ, মানুষ এসএমসিকে আস্থার সঙ্গে গ্রহণ করেছে। অন্য কোম্পানির পণ্যের চেয়ে আমাদের পণ্যের দামও অনেক কম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জনস খ য ক জ কর সমক ল সরক র

এছাড়াও পড়ুন:

বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম বন্ধ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) আজ সোমবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দুপুরের পর ডিইপিজেডের সব কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। ডিইপিজেডের জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহের প্রকল্পটিতে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে তারা উৎপাদন করতে না পারায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। ফলে ডিইপিজেডে প্রায় ৯০টি কারখানার এক লাখের মতো শ্রমিককে ছুটি দেওয়া হয়।

বিদ্যুতের সংযোগ না থাকায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে উল্লেখ করে মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার যদি এটি অব্যাহত থাকে, তবে সংকট আরও বাড়বে। শ্রমিকেরা কাজ না করতে পেরে বিক্ষুব্ধ হলে বিষয়টি আরও জটিল হয়ে উঠবে। কোনো ধরনের নোটিশ ছাড়া এ ধরনের ঘটনায় বিদেশি প্রতিষ্ঠানগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক বলেন, ‘তিতাস বলছে, ইউনাইটেড পাওয়ারের কাছে বিল বকেয়া রয়েছে। তারা বকেয়া পরিশোধ করেনি। এ ব্যাপারে আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলছে। কিন্তু আমাদের কথা হচ্ছে, বেপজাকে কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে হঠাৎ করে এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। এ ধরনের পদক্ষেপের আগে ডিইপিজেডের গুরুত্ব বিবেচনা করে আলোচনার মধ্য দিয়ে বিষয়টির সমাধান করা উচিত ছিল।’

এ বিষয়ে ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক মো. মমতাজ হাসান প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের কোনো প্রেশার নেই। প্রেশার শূন্য। কিন্তু কেন তিতাস কর্তৃপক্ষ এমনটি করল, সে ব্যাপারে এখানকার (আশুলিয়া অঞ্চলের) তিতাসের লোকজন কিছু বলতে পারেননি। আমরা নিজেরাও বিষয়টি নিয়ে জানি না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমার জানামতে, বকেয়া নিয়ে কোনো ধরনের মামলা নেই। তিতাস কেন গ্যাস সরবরাহ বন্ধ করে দিল, সেটি জানা নেই।’

জানতে চাইলে তিতাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন প্রথম আলোকে বলেন, গ্যাসের বিল বকেয়া থাকায় গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এটি সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত। দুপুরের দিকে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আদানির সঙ্গে চুক্তি ক‌রে শুল্ক ফাঁকি
  • শিল্প খাতের উৎপাদন যেন ব্যাহত না হয়
  • কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে
  • ‘মানবিক করিডোর’ নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা কী
  • ডিইপিজেডে বিদ্যুৎ নেই, ৯০ কারখানায় ছুটি
  • মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জায়গায়
  • পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
  • পর্তুগাল ও স্পেনে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়, পর্যুদস্তু জনজীবন
  • হাসপাতালে ডায়রিয়ার প্রকোপ শয্যা ও স্যালাইন সংকট
  • বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম বন্ধ