Risingbd:
2025-11-02@17:15:39 GMT

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Published: 25th, January 2025 GMT

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল-ঠেলাগাড়ি সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুর রহিম (১৭) ও সাফি আহমদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে নাসির আহমেদ ঠেলাগাড়ি নিয়ে লাকড়ি আনতে যান। পথিমধ্যে একটি মোটরসাইকেল পেছন থেকে ঠেলাগাড়িকে ধাক্কা দিলে নাসিরসহ আহত হন মোটরসাইকেলে দুই আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ।

আরো পড়ুন:

জন্মদিন পালন করা হলো না শিশু সাদিবের

বরিশালে অটোরিকশার চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, পথেই মারা যান তিনি।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, ‘‘ঠেলাগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক আহত হন। এর মধ্যে, নাসির আহমদ নামের এক যুবককে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/নূর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১