বিগত সরকার ফোলানো-ফাঁপানো অর্থনীতির চিত্র দেখিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করেছে। ফলে বর্তমান বাস্তবতার নিরিখে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময় অন্তত তিন বছর পেছাতে হবে। তা না হলে অর্থনীতিতে বড় ধস নামবে। বিশেষ করে বেশি ক্ষতিগস্ত হবে বস্ত্র ও পোশাক খাত। 
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ এমন মত দেন। রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কার্যালয়ে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং শিল্প ও ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, পরিচালক শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে বের হওয়ার কথা বাংলাদেশের। এ লক্ষ্যে পর্যায়ক্রমে রপ্তানি পণ্যে প্রণোদনা কমানোর কৌশলগত পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিআই সভাপতি বলেন, বিগত সরকারের তথ্যের ওপর ভর করেই ব্যবসায়ীরা বলেছিলেন, উত্তরণ সম্ভব। কিন্তু কোনো পরিসংখ্যানই সঠিক ছিল না। অর্থনীতির বর্তমান চিত্র বলছে, এখন উত্তরণ করতে গেলে নির্দিষ্ট কাঠামোর মধ্যে বাণিজ্য চালাতে হবে। এতে খরচ অনেক বাড়বে। 

আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সরকার আইএমএফের প্রেসক্রিপশন মেনে চলছে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি মনে করেন, গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি ফিরবে না। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়া উচিত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বিগত সরকারের বাজেট সংশোধন করা। কারণ এনবিআরকে রাজস্বের বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এনবিআর ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপাচ্ছে।

বিগত সময়ে দু-চারজন ব্যক্তি বা গোষ্ঠী যারা ব্যাংক লুট করেছে, তাদের দায় সবার ওপর চাপানো হলে অবিচার হবে বলে মনে করেন বিসিআই সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন। তারা মানসম্মান নিয়ে চলতে চান। ব্যবসায়ীদের ঢালাওভাবে খেলাপি বলা হয়। বিগত সময়ে বিভিন্ন কারণে যে পরিমাণে ব্যবসায়িক খরচ বেড়েছে, তা সবার পক্ষে সামলানো সম্ভব হয়নি। এ কারণে অনেকেই খেলাপি হয়েছেন। খেলাপি ঋণ নিয়ে সরকারের যেমন নীতি আছে, প্রতিষ্ঠানের সুরক্ষা দেওয়ার দায়িত্বও সরকারের।  
লিখিত বক্তব্যে বিসিআই সভাপতি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কারণে শুধু ইউরোপীয় ইউনিয়নে ভিয়েতনাম ২০২৭ সাল থেকে শূন্য শুল্কে রপ্তানি করতে পারবে। কিন্তু বাংলাদেশ এলডিসি থেকে বের হলে ১২ শতাংশ শুল্কের মুখোমুখি হবে। সার্বিক অবস্থা বিবেচনায় এলডিসি উত্তরণের মেয়াদকাল তিন বছর পেছানো দরকার।
তিনি বলেন, গত এক বছরে ১০০টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। আরও ২০০ কারখানা বন্ধের পথে। বর্তমান সরকার জিএসপি সুবিধা পাওয়ার জন্য শ্রম আইন সংশোধনে আমেরিকার প্রেসক্রিপশনে কাজ করছে। অথচ আমেরিকা জিএসপি দিলেও সেখানে পোশাক ও বস্ত্র খাত কখনও শুল্কমুক্ত সুবিধা পাবে না। 
আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ঋণের সুদহার আবার বাড়ানো হচ্ছে। ভ্যাট ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। ঋণ শ্রেণীকরণের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাসে নিয়ে আসার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর উপদেষ্টারা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, পণ্যের দাম বাড়বে না, শিল্প ক্ষতিগ্রস্ত হবে না। এসব বিভ্রান্তিমূলক বক্তব্য শিল্প উদ্যোক্তাদের চিন্তায় ফেলে দেয়। দেশি উদ্যোক্তারা বিনিয়োগ করতে ভয় পেলে বিদেশিরা কেন আসবেন! 

বিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ীরা এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জের মুখে। সরকার এবং রাজনীতিবিদরা অর্থনীতিকে গুরুত্ব দিতে ভুলে গেছেন। তারা অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত। অথচ অর্থনীতির চাকা না ঘুরতে থাকলে ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারা অর্থনীতি সামাল দিতে পারবে না। 
তিনি বলেন, ব্যবসায়ীরা ভেবেছিলেন সংস্কারের পাশাপাশি অর্থনীতির চাকা ক্ষতিগ্রস্ত না করার উপায় বের করে সামনের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। যাতে কর্মসংস্থান ধরে রাখা যায়, বিনিয়োগ বাড়ানো যায় এবং উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি কমানো যায়। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য় র সরক র র

এছাড়াও পড়ুন:

অফিসে আপনি কি ১১ ঘণ্টার বেশি কাজ করেন

প্ল্যান ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিয়ে চলছে আলোচনা। সেখানে দুই হাজার ফুলটাইম কর্মজীবীর ওপর একটা জরিপ পরিচালনা করা হয়। পেশাগত কাজ বা চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে পরিচালিত গবেষণাটি থেকে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা কর্মক্ষেত্রে ১১ ঘণ্টা বা তার বেশি কাজ করেন, তাঁদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে অস্বাস্থ্যকর, তাঁরা অন্যদের তুলনায় মানসিক চাপে ভোগেন বেশি। ঠিকমতো পানি খাওয়ার প্রবণতা কম। পরিবার, প্রকৃতি ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর প্রবণতাও কম। কম ঘুমান। আর যেকোনো মানসিক আঘাত থেকে সেরে ওঠার পর্যাপ্ত সময় বা সুযোগ পান না। এই মানুষেরাই বেশি হতাশায় ভোগেন।

শুধু তা-ই নয়, দ্রুত বুড়িয়ে যাওয়া এবং হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। যাঁরা ১১ ঘণ্টা বা তার বেশি সময় অফিস করেন, তাঁদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক।

আরও পড়ুন২৫ বছর ধরে অফিসে যাননি তিনি১৩ মার্চ ২০২৫যদি ১১ ঘণ্টা কর্মক্ষেত্রে থাকতেই হয়, তাহলে যেসব বিষয় খেয়াল রাখবেন

রাতে ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। তাতে শরীর ও মস্তিষ্ক দিনের শারীরিক ও মানসিক পরিশ্রমের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবে।

কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। সবুজের দিকে তাকান। ডেস্কে গাছ রাখতে পারেন। উঠে একটু হাঁটুন। ব্যায়াম করুন। সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে গল্প করুন। গবেষণা জানাচ্ছে, ছোট ছোট বিরতি কাজে মনোযোগ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং কাজের গুণমান বাড়ায়।

দুপুরে খাওয়ার পর একটা ন্যাপ নিতে পারেন।

২ লিটারের একটা বোতলে পানি রাখবেন। প্রতিদিন ১ বোতল পানি অবশ্যই শেষ করবেন। তা ছাড়া পানি, শরবত, জুস, ডাবের পানি, তরমুজ, শসা, আনারস ইত্যাদি খাবেন। হাইড্রেটেড থাকলে এনার্জি ধরে রেখে কাজ করা সহজ হয়।

প্রক্রিয়াজাত খাবার, কার্বোনেটেড ড্রিংক, চিনিযুক্ত খাবার বাদ দিন। এসব কেবল আপনার ক্লান্তি বাড়াবে।

আর সম্ভব হলে কর্মক্ষেত্রে কথা বলে আপনার কর্মঘণ্টা ৮ ঘণ্টায় নিয়ে আসতে পারলে তো কথাই নেই।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুনঅফিসের বাড়তি কাজকে যেভাবে ‘না’ বলবেন১৩ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ