পেছনে দাউদাউ করে জ্বলছে আগুন। জানালায় দেখা যাচ্ছে ভয়ার্ত কিশোরকে। প্রাণে বাঁচার আকুতি জানিয়ে আর্তনাদ করছে সে। বাইরে থাকা শত শত মানুষ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের। একপর্যায়ে তাদের মধ্যে সাহসী কয়েকজন জানালার পাশের দেয়াল ভাঙতে শুরু করেন। অবশেষে ওই কিশোরকে উদ্ধার করা হয় দগ্ধ অবস্থায়।

মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঘটে এ ঘটনা। এ সময় সামান্য দূর থেকে ধারণ করা ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গুরুতর অগ্নিদগ্ধ কিশোরের নাম নিতুন সরকার (১৫)। সে দশম শ্রেণির ছাত্র। শুরুতে তাকে উদ্ধার করে নেওয়া হয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা দেখে চিকিৎসকরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। অবস্থার অবনতি হলে রাতেই সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয় নিতুনকে।

নিতুন পরিবারের সঙ্গে থাকে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসেম বেপারীর বাড়িতে। তার বাবা নিমাই সরকারের স্থায়ী ঠিকানা ফরিদপুরের মধুখালী উপজেলায়। হাসেম বেপারীর বাড়িতে মঙ্গলবার শেষ বিকেলে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাড়ির ভাড়াটিয়া দীনবন্ধুর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এর মধ্যেই নিজ ঘরে নিতুনের আটকে পড়ার ঘটনা নজরে আসে।

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া লোকজন জানান, তারা অন্য কোনো উপায় না দেখে জানালার পাশের দেয়াল ভেঙে আহত অবস্থায় নিতুনকে উদ্ধার করে। ছেলেটিকে জীবিত উদ্ধার করতে দেখে সবাই খুব খুশি হয়। তারা অভিযোগ করেন, অনেক বড় বাড়ি হলেও সেখানে ঢোকার জন্য মাত্র একটি দরজা রয়েছে। এ কারণেই উদ্ধারে বেগ পেতে হয়। 

আগুনে আরও দগ্ধ হয়েছেন ভাড়াটিয়া জাহিদুল ইসলামের স্ত্রী সোমা আক্তার (৪০) ও অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তি। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো.

সাবেকুল ইসলামের ভাষ্য, বৈদ্যুতিক শার্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত। সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। সরকারি কামরুল ইসলাম কলেজসংলগ্ন সড়কে বিভিন্ন জায়গায় নির্মাণসামগ্রী ফেলে রাখা ছিল। এ ছাড়া একটি ভবনের অপরিকল্পিত দেয়ালের জন্য তাদের অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে পাইপ টেনে নিয়ে কাজ শুরু করেন তারা। 

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ