রুটের ব্যাটে ইতিহাস, ভাঙলেন দ্রাবিড়-স্মিথের রেকর্ড
Published: 11th, July 2025 GMT
লর্ডসের সবুজ গালিচায় আবারও ইতিহাস গড়লেন জো রুট। প্রথম দিনের খেলা শেষে যখন ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে ছিলেন শতক থেকে, তখনই যেন পুরো রাতটা অপেক্ষা হয়ে ওঠে আরও গর্বময় এক সকালে পৌঁছানোর। আর দ্বিতীয় দিনের শুরুটা করলেন ঠিক যেভাবে তার ব্যাটিংকে চিনে ক্রিকেট বিশ্ব। ধীর, স্থির, অথচ মারকুটে। জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই চার মেরে পৌঁছে গেলেন ক্যারিয়ারের ৩৭তম শতকে।
এই সেঞ্চুরির সুবাদে রুট টেস্ট শতকে ছাড়িয়ে গেলেন স্টিভ স্মিথ এবং রাহুল দ্রাবিড়কে। যাদের সেঞ্চুরির সংখ্যা ৩৬ করে। এখন রুটের সামনে আছেন কেবল চার কিংবদন্তি: টেন্ডুলকার (৫১), ক্যালিস (৪৫), পন্টিং (৪১) এবং সাঙ্গাকারা (৩৮)।
ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন রুট। যা আগে কোনো ব্যাটসম্যান করতে পারেননি। মাত্র ৬০ ইনিংসে গড়া এই ৩০৫৯ রানই বলে দেয়, ভারত রুটের প্রিয় প্রতিপক্ষের তালিকায় এক নম্বরে।
আরো পড়ুন:
লারার প্রতি শ্রদ্ধায় ৩৬৭ রানে থেমে গেলেন মুল্ডার
সুযোগ পেয়েও লারার ৪০০ রানের রেকর্ড ভাঙা হলো না মুল্ডারের
তবে শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। বুমরাহর এক নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ১৯২ বলে ১০৪ রান করে।
ক্যাপ্টেন বেন স্টোকসও এদিন দ্রুত বিদায় নিয়েছেন। শারীরিক অসুস্থতা নিয়েও লড়াই করে ৪৪ রানে থেমেছেন। এরপর মাঠে নামেন উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ। আর এসেই যেন রেকর্ড ছুঁয়ে দিলেন হাতে হাতে।
মাত্র ১৩০৩ বল খেলে টেস্টে এক হাজার রান করার কীর্তি গড়লেন স্মিথ, যা উইকেটকিপার হিসেবে সর্বনিম্ন বলে গড়া রেকর্ড। ইনিংসের হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে। মাত্র ২১ ইনিংসেই হাজার রান পূর্ণ।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংল্যান্ড প্রথম ইনিংসে ১০৭ ওভারে ৮ উইকেটে তুলেছে ৩৫৯ রান। জেমি স্মিথ ৫১ রান করে আউট হয়েছেন। ব্রাইডন কার্স ৩৪ রান ও জোফরা আর্চার ৪ রান নিয়ে উইকেটে রয়েছেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড উইক ট
এছাড়াও পড়ুন:
ম্যাচ রেফারি পাইক্রফ্ট ক্ষমা চাওয়ার পরই খেলতে রাজি হয়েছিল পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসের আগ পর্যন্ত দারুণ নাটকীয়তায় ঘেরা ছিল পাকিস্তানের ড্রেসিং রুম। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দায়িত্ব থেকে সরানোর দাবি তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আইসিসি সে দাবি আমলে নেয়নি। শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও দলের ম্যানেজারের কাছে ক্ষমা চান পাইক্রফ্ট। এরপরই মাঠে নামতে রাজি হয় পাকিস্তান দল।
ঘটনার সূত্রপাত ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। টসের সময় দুই অধিনায়কের করমর্দন হয়নি। আরও বড় বিতর্ক তৈরি হয় ম্যাচ শেষে। জয়ী ভারতের ক্রিকেটাররা করমর্দন এড়িয়ে দ্রুত ড্রেসিং রুমে ফিরে যান। সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের খেলোয়াড়রা দাঁড়িয়ে অপেক্ষা করলেও সূর্যকুমার যাদব, শিভাম দুবেসহ পুরো ভারতীয় দল সেই শিষ্টাচার মানেনি।
আরো পড়ুন:
আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, যে ম্যাচে ঝুলছে বাংলাদেশের ভাগ্য
আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
এমন ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন। পরে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি। তাদের দাবি ছিল, ম্যাচ রেফারি পাইক্রফ্ট ইচ্ছাকৃতভাবেই দুই অধিনায়কের হাত মেলানো আটকান, যা আইসিসির আচরণবিধি ও ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী।
যদিও আইসিসির ব্যাখ্যা ছিল ভিন্ন। তারা জানায়, এসিসির কর্মকর্তাদের নির্দেশেই কাজ করেছেন পাইক্রফ্ট। কিন্তু পাকিস্তান নড়েচড়ে বসে। এমনকি জানিয়ে দেয়, পাইক্রফ্ট দায়িত্বে থাকলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে না তারা। এই হুমকির কারণে ম্যাচের শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় আয়োজকরা।
লাহোরে রমিজ রাজা, নাজাম শেঠিসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পরে সমঝোতার পথ খোঁজা হয়। অবশেষে পাইক্রফ্ট স্বীকার করেন, ভুল বোঝাবুঝির কারণেই পরিস্থিতি এতদূর গড়ায়, এবং তিনি পাকিস্তান অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চান। তাতেই সন্তুষ্ট হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল।
বুধবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের সেই শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে সুপার ফোরে ভারতের সঙ্গী হয় সালমান-শাহীনরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ১৪৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত।
ঢাকা/আমিনুল