লর্ডসের সবুজ গালিচায় আবারও ইতিহাস গড়লেন জো রুট। প্রথম দিনের খেলা শেষে যখন ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে ছিলেন শতক থেকে, তখনই যেন পুরো রাতটা অপেক্ষা হয়ে ওঠে আরও গর্বময় এক সকালে পৌঁছানোর। আর দ্বিতীয় দিনের শুরুটা করলেন ঠিক যেভাবে তার ব্যাটিংকে চিনে ক্রিকেট বিশ্ব। ধীর, স্থির, অথচ মারকুটে। জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই চার মেরে পৌঁছে গেলেন ক্যারিয়ারের ৩৭তম শতকে।

এই সেঞ্চুরির সুবাদে রুট টেস্ট শতকে ছাড়িয়ে গেলেন স্টিভ স্মিথ এবং রাহুল দ্রাবিড়কে। যাদের সেঞ্চুরির সংখ্যা ৩৬ করে। এখন রুটের সামনে আছেন কেবল চার কিংবদন্তি: টেন্ডুলকার (৫১), ক্যালিস (৪৫), পন্টিং (৪১) এবং সাঙ্গাকারা (৩৮)।

ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন রুট। যা আগে কোনো ব্যাটসম্যান করতে পারেননি। মাত্র ৬০ ইনিংসে গড়া এই ৩০৫৯ রানই বলে দেয়, ভারত রুটের প্রিয় প্রতিপক্ষের তালিকায় এক নম্বরে।

আরো পড়ুন:

লারার প্রতি শ্রদ্ধায় ৩৬৭ রানে থেমে গেলেন মুল্ডার

সুযোগ পেয়েও লারার ৪০০ রানের রেকর্ড ভাঙা হলো না মুল্ডারের

তবে শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। বুমরাহর এক নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ১৯২ বলে ১০৪ রান করে।

ক্যাপ্টেন বেন স্টোকসও এদিন দ্রুত বিদায় নিয়েছেন। শারীরিক অসুস্থতা নিয়েও লড়াই করে ৪৪ রানে থেমেছেন। এরপর মাঠে নামেন উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ। আর এসেই যেন রেকর্ড ছুঁয়ে দিলেন হাতে হাতে।

মাত্র ১৩০৩ বল খেলে টেস্টে এক হাজার রান করার কীর্তি গড়লেন স্মিথ, যা উইকেটকিপার হিসেবে সর্বনিম্ন বলে গড়া রেকর্ড। ইনিংসের হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে। মাত্র ২১ ইনিংসেই হাজার রান পূর্ণ।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংল্যান্ড প্রথম ইনিংসে ১০৭ ওভারে ৮ উইকেটে তুলেছে ৩৫৯ রান। জেমি স্মিথ ৫১ রান করে আউট হয়েছেন। ব্রাইডন কার্স ৩৪ রান ও জোফরা আর্চার ৪ রান নিয়ে উইকেটে রয়েছেন। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।

সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সম্পর্কিত নিবন্ধ