বিভিন্ন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে ন্যূনতম ঐক্য বা সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দল, গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সমঝোতা পরিষদ গঠনের আহ্বান জানানো হয়েছে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ও ‘জুলাই ৩৬ ফোরাম– অপরাজেয় বাংলা’ আয়োজিত ‘সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব?’ শীর্ষক সংলাপে এ আহ্বান জানান সংগঠন দুটির নেতারা।

সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। তিনি বলেন, এ মুহূর্তের বড় রাজনৈতিক প্রশ্ন হচ্ছে, এ সমঝোতা করবে কারা? একটা পক্ষ হতে পারে অন্তর্বর্তী সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, সেই সুপারিশ থেকে ন্যূনতম ঐক্য বের করে আনা দুষ্কর হয়ে উঠবে। কারণ, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধানের সংস্কার বিষয়ে মৌলিক মতপার্থক্য আছে। এ পার্থক্য মেটাতে প্রয়োজন দলগুলোর মুখোমুখি আলোচনা ও সমঝোতা। 

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহিরউদ্দিন স্বপন বলেন, আন্দোলনের প্রধান শক্তি জনগণ। কিন্তু এ জনগণ থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়। জনগণকে দীর্ঘদিন ক্ষমতাহীন করে রাখা ঠিক না। সামগ্রিক বাস্তবতায় বিএনপির ৩১ দফার আলোকে সমঝোতা প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা ছিল, সেটাকে নতুন করে সংগঠিত করা দরকার।

রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য বাড়তে থাকলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাও বাড়তে থাকবে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে, সেই অর্জন রক্ষা করতে হবে এবং জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের প্রশ্নে ঐক্য ধরে রাখতে হবে। 

এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপিকে এটা বোঝাতে হবে যে তারা ক্ষমতায় আসবে; কিন্তু তারা যেন হাসিনার মতো না পালায়। ছোট দলগুলোকে যেন তুচ্ছতাচ্ছিল্য করা না হয়।

সংস্কার নিয়ে আলোচনার কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি বলেন, এখন কতটা সংস্কার দরকার– এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু চিন্তা কাজ করছে। আগামী ৮ ফেব্রুয়ারি এ সরকারের ছয় মাস পূর্ণ হবে। এর মধ্যে কিছু কমিশনের বিশেষজ্ঞ মতামত এসেছে। এ ছাড়া বাকি যারা আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন এবং ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, তাদের সঙ্গে যে পরিসরে আলোচনা হওয়া দরকার, সেই উদ্যোগ দেখা যাচ্ছে না।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থবিষয়ক সমন্বয়ক দিদারুল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, জুলাই ৩৬ ফোরামের আহ্বায়ক এম এ এন শাহীন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমঝ ত

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ