ছিন্নমূল শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। শনিবার সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু।

এছাড়া সুরভির অনেক শুভানুধ্যায়ী, অতিথিবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুরভি স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাক্তন ছাত্ররা সুরভি স্কুলে তাদের বিগত দিনের মধুর সময়ের স্মৃতিচারণ করেন। এছাড়াও অতিথিরা বক্তব্য প্রদান করেন।

সুরভির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মন্দ বানু অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং সুরভির কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সুরভি একটি শিশুকল্যাণমূলক সংস্থা যা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিবেদিত। বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ