পুলিশের বাধার মুখে আবারও সড়কে অবস্থান গণঅভ্যুত্থানে আহতদের
Published: 2nd, February 2025 GMT
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে পুলিশের বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা।
সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণঅভ্যুত্থানে আহতরা।
এ সময় আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম ইমন সাংবাদিকদের জানান, গতকাল রাত থেকে তারা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও দেখাননি। অথচ জুলাই আন্দোলনে নিহত ও আহত মানুষদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর বা পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আহতরা। সেখানে সারা রাত থেকে পরে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামলী মিরপুর রোড অবরোধ করে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান জুলাই আন্দোলনে আহতরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই গণহত য র স মন
এছাড়াও পড়ুন:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছন, “আমরা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়নের লড়াই চালিয়ে যাচ্ছি। যারা মুজিববাদে বিশ্বাসী, তাদের বিচার করা হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি।”
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণঅভ্যুত্থান সমাবেশে এসব কথা বলেন।
গাজীপুরের স্থানীয় প্রশাসনের দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “গাজীপুরের সন্ত্রাসীরা মহড়া দিয়ে আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু, গোপালগঞ্জের মাটিতে যেমন বাধা টপকে গেছি, তেমনই গাজীপুরের মাটিতেও আমরা এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমাদের পদযাত্রা চলবে।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা তাদের বক্তব্যে ‘গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের’ স্মরণ করে উপস্থিত জনতাকে তাদের পাশে থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে এনসিপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে শুধু একনজর দেখতে এসেছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলমকে।
দোয়া মাহফিল শেষে এনসিপি নেতারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশে রওনা হন।
ঢাকা/রফিক সরকার/রফিক