ধাওয়া করায় কুকুরের মালিককে পেটানোর অভিযোগ
Published: 2nd, February 2025 GMT
কুকুর ধাওয়া দেওয়ায় তার মালিককে ডেকে নিয়ে খাস কামরায় পিঠমোড়া করে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে রাজবাড়ী জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ভ্যানচালক আফজাল খান। তাঁর বাড়ি সদরের চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামে।
অবশ্য অভিযোগ অস্বীকার করে ম্যাজিস্ট্রেট সুমন হোসেন বলেন, ‘কুকুরের বিষয়ে জানতে আফজাল খানকে ডেকে আনা হয়। কিন্তু গালাগাল কিংবা মারধর করা হয়নি। কোনো মহলের ইশারায় আমাকে হেয়প্রতিপন্ন করতে তিনি এমন অভিযোগ করেছেন।’
আফজাল বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের শ্বশুরবাড়ি আমাদের এলাকায়। গত ৩০ জানুয়ারি হাঁটাহাঁটি করার সময় একটি কুকুর তাঁকে ধাওয়া করে। পরে সুমন স্থানীয়দের কাছে কুকুরটি আমার জানতে পেরে পুলিশ পাঠিয়ে খাস কামড়ায় ডেকে নেন।’
আফজালের দাবি, ‘প্রথমে সুমন কুকুরের বিষয়ে জানতে চান। কুকুরটি আমার না বললে তিনি অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে দড়ি দিয়ে পিঠমোড়া করে বেঁধে চেয়ারের ওপর নিচু হতে বলেন। এর পর তিনি রুল দিয়ে আমার নিতম্বে অন্তত ৩০ বার আঘাত করেন। ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমার কখনও কোনো বিরোধ হয়নি। মামলা-মোকদ্দমাও নেই। এমন জায়গায় আঘাত করেছেন কাউকে দেখাতে পারছি না।’
সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিচারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আফজাল খান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’
ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।