২০২৫ বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক এম এম মুজাহিদ উদ্দীনের দুটি বই। রকমারিতে বই দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এ ছাড়া বইমেলায় অন্বেষা প্রকাশনের স্টল ৭০৯,৭১০,৭১১,৭১২ নং এবং বাংলার প্রকাশন ৮২০,৮২১ স্টলে বই দুটি পাওয়া যাবে। বই দুটির একটি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার প্রস্তুতির যাবতীয় গাইডলাইন নিয়ে লেখা ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’। বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন।

অন্যটি বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে লেখা ‘লেসন ফ্রম বুকস’। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন। ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা এবং ‘লেসন ফ্রম বুকস’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা রাখা হয়েছে।

ক্যাম্পাস টু ক্যারিয়ার বই সম্পর্কে লেখক বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য একজন মেন্টরের দরকার হয়। যার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই; বইটি তার জন্য মেন্টরের ভূমিকা পালন করবে। তিনি আকাশ ছোঁয়ার দুরন্ত স্বপ্ন দেখবেন।’

লেসন ফ্রম বুকস বই সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মূলত বইটি লেখা হয়েছে। যে জীবনের পাঠ সুন্দর অভ্যাস, টাকা অর্জন-বিনিয়োগ, খ্যাতি, সম্মান ও সফল জীবন গঠনের সহায়ক হবে। ব্যস্ত জীবনে অনেকেরই এতো বইপড়ার সুযোগ হয় না। তারা সহজেই বইটি থেকে লাইফ লেসন শিখে জীবনে সফল হতে পারবেন।’

 ইতোপূর্বে তিনি ভাইভা বোর্ডের মুখোমুখি বইটি লিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নিয়মিত দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে কলাম এবং ফিচার লেখেন। তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও অনুপ্রেরণা দেন।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৬ মাসে ৮৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় যুক্তরাষ্ট্রের

২০২৫ সালের প্রথম ছয় মাসে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক থেকে ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে। মার্কিন অর্থদপ্তর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ তথ্য জানিয়েছে।

বুধবার প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্য অনুসারে, জুনের শেষ পর্যন্ত ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক রাজস্ব আয় হয়েছে, যা ২০২৪ সালে সংগৃহীত ৭৯ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।

হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মার্কিন অর্থনৈতিক নীতিমালাকে ছিঁড়ে ফেলেছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিতে পৌঁছেছে যেখানে বিদ্যমান শুল্কের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাম্প যে সর্বোচ্চ হার আরোপের হুমকি দিয়েছিলেন তার চেয়েও যথেষ্ট কম।

জুন মাসে শুল্ক রাজস্ব ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জানুয়ারিতে সংগৃহীত পরিমাণের প্রায় চারগুণ বেশি।

ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর তিনি যে ব্যাপক শুল্ক আরোপ করেছেন তা আমেরিকাকে ‘আবার মহান ও ধনী’ করে তুলছে। কারণ  ১ আগস্টের সময়সীমার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ওয়াশিংটনের সাথে চুক্তিতে পৌঁছাতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ।

তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “এক বছর আগে আমেরিকা একটি মৃত দেশ ছিল, এখন এটি বিশ্বের যে কোনো জায়গায় সবচেয়ে জনপ্রিয় দেশ।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ