অনুমতি না নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামার পতাকাবাহী একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মালিকানাধীন ‘এমটি ডলফিন-১৯’ নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। জাহাজটি জ্বালানি তেল নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কোস্টগার্ড আটক করে।  

বন্দরসচিব মো.

ওমর ফারুক বলেন, জাহাজটি মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল; কিন্তু সেটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় চলে আসে। বন্দরের জলসীমায় এলে সেটি সংশ্লিষ্ট বন্দরকে অবহিত করতে হয়; কিন্তু এমটি ডলফিন সেটি না করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটিতে ১১ হাজার ৬০০ টন মোলাসেস আমদানি করে মোংলার পি অ্যান্ড পি ট্রেডিং। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ দশমিক ৫০ মিটার ও প্রস্থ ২৩ মিটার।

সোমবারের ঘটনায় জাহাজটি বন্দর কর্তৃপক্ষের কাছে জরিমানা পরিশোধ করেছে। এর পরই বন্দরের ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাতে মোংলার উদ্দেশে রওনা হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৫ফেব্রুয়ারি ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান সিটি-নিউক্যাসল

সন্ধ্যা ৬-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লেস্টার-আর্সেনাল

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

বোখুম-ডর্টমুন্ড

রাত ৮-৩০ মি., সনি স্পোর্টস ২

লেভারকুসেন-বায়ার্ন  

রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২

লা লিগা

লেগানেস-আলাভেস

সন্ধ্যা ৭টা, জিও সিনেমা

আতলেতিকো-সেল্তা

রাত ১১-৩০ মি., জিও সিনেমা

সম্পর্কিত নিবন্ধ