চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের ডিসি পার্কে সংঘর্ষের পর ফুল উৎসবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে শ্রমিকদের ডাকা সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আশ্বাসে গতকাল বুধবার সকাল ৬টার দিকে শ্রমিকরা সড়ক ছাড়েন। এরপর পুনরায় পণ্যবাহী যান চলাচল শুরু হয়। গতকাল রাত ১০টা থেকে সড়কটি অবরোধ করে রেখেছিলেন ট্রাক-লরির চালক ও শ্রমিকরা।

অনুসন্ধানে জানা গেছে, ফুল উৎসবকে ঘিরে প্রতিদিন অনলাইনে ১৫ থেকে ২০ হাজার টিকিট বেচা হয়। এ ছাড়া শুক্র ও শনিবার ৫০ থেকে ৬০ হাজার টিকিট বেচা হয়ে থাকে। গত এক মাসে ৩ কোটি টাকা ছাড়িয়েছে টিকিট বেচা। দর্শনার্থীরা নিজস্ব বা ভাড়া করা প্রাইভেটকারে উৎসবে আসেন। পার্কের গেটে গাড়ি রাখতে হয়। পার্কিং ইজারাদারের দায়িত্বরত লোকেরা ভাড়া আদায় করেন। প্রাইভেটকারে ৫০ টাকা আর মোটরসাইকেল ও অটোরিকশার জন্য দিতে হয় ৩০ টাকা করে।

দর্শনার্থীদের অভিযোগ, ডিসি পার্কে প্রবেশ ও পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হলেও ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ১৯৮ একর জমিতে গড়ে ওঠা ডিসি পার্কের ফুল উৎসবের দায়িত্বে থাকে ১০ জন পুলিশ। এটা পর্যাপ্ত নয়। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সোহেল রানা বলেন, ডিসি পার্কে জেলা পুলিশ লাইনস থেকে এসে ১০ জন সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া ফাঁড়ি থেকে এক এএসআইসহ তিন পুলিশ দায়িত্বে থাকেন। মঙ্গলবারের সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পার্কের বাইরে দেওয়া অস্থায়ী ফটক, টিকিট কাউন্টার, ব্যানার-ফেস্টুন, ছবি তোলার জন্য নির্মিত ‘সেলফি স্ট্যান্ড’ এবং পার্কের ভেতরে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে পার্কের দেড় শতাধিক ফুলের টব।

মাসুদের নিয়ন্ত্রণে পার্কিং

পার্কিং নিয়ন্ত্রণ করেন স্থানীয় মাসুদ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো.

দিদারুল আলমের হাত ধরে কার পার্কিং দখলে নেন তিনি। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলেও স্থানীয় বিএনপির নেতাদের আয়ত্তে নিয়ে নিয়ন্ত্রণ অব্যাহত রাখেন। তাঁর নিয়োজিত লোকেরা আদায় করেন পার্কিংয়ের টাকা। দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা বিষয়টি নিশ্চিত করলেও মাসুদের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত যেভাবে

গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবোঝাই লরি নিয়ে চালক সমীরণ কান্তি দাস সীতাকুণ্ডের বিএম ডিপোতে যাচ্ছিলেন। ডিসি পার্কের সামনে এলে পার্কিংয়ের ইজারা আদায়কারী ব্যক্তি ও আনসারদের সঙ্গে গাড়ি দাঁড়ানো নিয়ে তর্ক হয়। এ সময় ইজারাদারের লোক ও আনসার সদস্যরা সমীরণকে আটকে রাখেন। লরিটি বিএম ডিপোর মালিকানাধীন হওয়ায় অন্য লরির চালক রহমান, ইরফান, মিনহাজ, জাহিদ ও মনির ঘটনাস্থলে যান। তাদেরও পার্কের ভেতরে আটকে রাখা হয়। মোবাইল ও মানিব্যাগ কেড়ে মারধর করা হয়।

বিএম ডিপোর লরিচালক জাহিদুল ইসলাম জানান, চালকদের বিনা অপরাধে পার্কের ভেতরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম বন্দর লরি-প্রাইম মুভার চালকরা প্রতিকার চাইতে পার্কের গেটে যান। প্রতিবাদে চালক-সহকারীরা সড়কে অবরোধ করেন।

তিনি জানান, বিএম ডিপোর ২০ জনসহ ৫০ জন চালক-সহকারী আহত হয়েছেন। এর মধ্যে ৩২ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে ঘটনা জানার পর পার্কের ভেতরে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মূল ফটকে আসেন। লরির চালকের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন। চালককে বুঝিয়ে গাড়ি নিয়ে যেতে বলেন। ততক্ষণে লাঠিসোটা হাতে নিয়ে ৩০ থেকে ৩৫ জন চালক এসে পার্ক এলাকায় ভাঙচুর করেন। এ সময় পার্কের ভেতরে থাকা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা ছোটাছুটি করতে থাকেন। পার্কের ভেতরে থাকা দোকানদাররা পালিয়ে যান। এ সময় ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা চার দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে ছিল হামলাকারীদের গ্রেপ্তার করা, আহত ব্যক্তিদের চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা, ডিসি পার্কে প্রবেশের বিকল্প পথের ব্যবস্থা করা এবং এ সড়কে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

সংশ্লিষ্টদের বক্তব্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রাসেল আহমেদ বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রশাসনের কাছে দাবি উত্থাপন করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘ডিসি পার্কে হামলার ঘটনায় কোনো মামলা হয়নি। ডিসি পার্কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান, ভাঙচুর করা দোকান সংস্কার করে টিকিট বেচা শুরু হয়েছে। দুপুরে টিকিট কেটে দর্শনার্থীদের পার্কে ঢুকতে দেখা গেছে।

উল্লেখ্য, ডিসি পার্কে গত ৪ জানুয়ারি থেকে চলছে ফুল উৎসব। আজ বিকেলে এই ফুল উৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘গালা নাইট কনসার্ট’ আয়োজন করেছে জেলা প্রশাসন। সেখানে সংগীতশিল্পী জেমসের গান করার কথা রয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল উৎসব ব এম ড প ব যবস থ সদস য

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫