নওগাঁর মান্দা উপজেলায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের বাসিন্দা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও তাঁর ছেলে আবদুল মতিন (৩৩)। আবুল কাসেম জামিরুলের চাচা।

ঘটনার প্রসঙ্গে চকমানিক গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে স্থানীয় একটি বিলের বিবাদমান জমিতে মাছ ধরার প্রস্তুতি নেন আবুল কাসেম। এ নিয়ে জামিরুলের সঙ্গে চাচা আবুল কাসেমের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে জামিরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন আবুল কাসেম। এতে ঘটনাস্থলেই জামিরুলের মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জামিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ