টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষকদের বাদ দিয়ে খণ্ডকালীন শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খণ্ডকালীন শিক্ষক দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাঠদানে বিদ্যালয়ে শিক্ষার মানের অবনমন ঘটছে। এ ছাড়া টিউশন বাণিজ্যসহ ভুয়া বিল-ভাউচার দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার তাঁর কয়েকজন স্বজনকে বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এসব খণ্ডকালীন শিক্ষক শ্রেণির গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদান করেন। তারা টিউশন বাণিজ্যের পাশাপাশি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কোচিং করান। এ বছর এসএসসি কোচিংয়ের জন্য শিক্ষার্থীপ্রতি ৬ হাজার টাকা আদায় করা হয়েছে। গত বছরে তাদের কোচিংয়ের পরও বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

অভিভাবক শ্যামল বিশ্বাস বলেন, ২০২৫ সালের এসএসসির ফরম পূরণে ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এ ছাড়া কোচিং করানোর কথা বলে নেওয়া হয়েছে ৬ হাজার টাকা। কোচিংয়ে খণ্ডকালীন ও সাবজেক্ট-বহির্ভূত বিষয়ের শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। তাদের পাঠদানের কোনো যোগ্যতা নেই। গত বছর এসএসসিতে ১৬৪ জনের মধ্যে ৫০ জন  ফেল করেছে। প্রধান শিক্ষকের আশীর্বাদপুষ্ট খণ্ডকালীন শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায় করেন। তাই এখানে শিক্ষার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। ঐতিহ্যবাহী বিদ্যালয়টি সর্বনাশের মুখে পড়ছে।
অপর এক অভিভাবক অবণী সেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার অবৈধভাবে তাঁর ভাই সুজন তালুকদার, জ্ঞাতি ভাই অশোক সেন ও অশোক মণ্ডলকে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছেন। নিয়মিত শিক্ষক বসিয়ে রেখে গুরুত্বপূর্ণ ক্লাস পছন্দের অযোগ্য শিক্ষক দিয়ে করান। তাদের প্রাইভেট বাণিজ্যের সুযোগ করে দেন। তাদের কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের ফেল করান। এ কারণে স্কুলটির শিক্ষার মান দিন দিন নেমে যাচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের ক্যাশবুকের আপডেট নেই বলেও অভিযোগ করেন তিনি।

গত ৩০ জানুয়ারি ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মিলনায়তনে ক্লাস রুটিন পাওয়া যায়নি। জিজ্ঞেস করলে সিনিয়র শিক্ষক স্বপন রায় জানান, ক্লাস রুটিন প্রধান শিক্ষকের কাছে আছে। এ বিষয়ে প্রধান শিক্ষক মিল্টন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, ক্লাস রুটিন সংশোধন করা হচ্ছে। সংশোধিত কপি কম্পিউটারের মধ্যে রয়েছে। এখন বিদ্যুৎ নেই। তাই দেখানো যাচ্ছে না। বিদ্যুৎ এলে প্রতিবেদকের ম্যাসেঞ্জারে পাঠানোর প্রতিশ্রুতি দেন। ১০ দিন অতিবাহিত হলেও তিনি এ প্রতিবেদকের ম্যাসেঞ্জারে ক্লাস রুটিন পাঠাননি।

স্কুলের অফিস সহকারী মনি মোহন সেনের ভাষ্য, আড়াই বছর ধরে বিদ্যালয়ের ক্যাশবুক আপডেট নেই।
বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক সুজন তালুকদার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের যেভাবে নির্দেশনা দেন, সেভাবেই তারা দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ক্লাস রুটিনে এ সমস্যা থাকবে না।
ক্লাস রুটিনে খণ্ডকালীন শিক্ষকদের প্রাধান্য দেওয়ার বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার বলেন, চলতি বছরের ক্লাস রুটিনে এ সমস্যা থাকবে না। সাবজেক্ট-বহির্ভূত শিক্ষকদের আর প্রাধান্য দেওয়া হবে না। নিয়মিত শিক্ষকরা ক্লাস করবেন। এখন থেকে এসএসসির কোচিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে। বিদ্যালয়ের ক্যাশবুক দ্রুত আপডেটের উদ্যোগ নিয়েছেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ক ষকদ র র এসএসস

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা