Samakal:
2025-04-30@20:37:10 GMT

নালা নির্মাণকাজে নানা অনিয়ম

Published: 13th, February 2025 GMT

নালা নির্মাণকাজে নানা অনিয়ম

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নালা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দরপত্রে উল্লিখিত নিয়মে কাজ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। 
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গত কয়েক দিন ধরে হাসমত এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে। সেই কাজে অনিয়ম ধরা পড়ে। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
জানা যায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাশনের জন্য ফুট ওভারব্রিজ থেকে শুরু করে শহীদ মজনু পার্ক পর্যন্ত নালা ও গুরুত্বপূর্ণ চারটি স্থানে আরসিসি ঢালাইয়ের জন্য দরপত্র আহ্বান করে। পরে হাসমত এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ কোটি ৬৮ লাখ টাকায় কার্যাদেশ পায়। ২০ দিন আগে তারা নির্মাণকাজ শুরু করে। নির্মাণকাজের শুরু থেকে এ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে যাচ্ছে। 
স্থানীয়রা জানান, কার্যাদেশ মেনে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ করছে না। নালার মাটি সরিয়ে তারা বিক্রি করে দিয়েছে। নালার দু’পাশের দেয়াল ঢালাইয়ের পর ফাঁকা অংশে নালা থেকে তোলা মাটি ব্যবহার করে ভরাট করার কথা থাকলেও তা না করে পাশের খাল থেকে পলিথিন মিশ্রিত কাদা মাটি এনে ভরাট করা হচ্ছে। নালা নির্মাণকাজে ৬ ইঞ্চি স্লাব ও ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৫ ইঞ্চি। ১২ মিলিমিটার রডের স্থলে ব্যবহার হচ্ছে ১০ মিলিমিটার রড। নালার সলিংয়ে তিন ইঞ্চি সিসি ঢালাই না দিয়ে দেওয়া হয়েছে মাত্র এক ইঞ্চি। 
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ মেনে যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করছে না। ৭-৮টি গ্রামে পানি নিষ্কাশনের জন্য এ নালা ব্যবহার করা হবে। নিম্নমানের কাজ করা হলে অল্প সময়ের মধ্যে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ নির্মাণকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঠিক নজরদারি থাকলে অনিয়ম হতো না।
হাবিবপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান রিটন বলেন, নালা ঢালাইয়ে কিউরিং না করেই আবর্জনা দিয়ে ঢালাইয়ের ফাঁকা স্থান ভরাট করা হচ্ছে। অনিয়ম বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বাড়ি মজলিস গ্রামের আশরাফুল আলম বলেন, নির্মাণকাজে অনিয়ম থাকলে নালাটি বেশিদিন স্থায়ী হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি দরকার বলে মন্তব্য তাঁর।
হাসমত এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হাসমত আলী হাসু অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, কার্যাদেশ মেনে নালার নির্মাণকাজ করছেন। নির্মাণকাজে অনিয়ম হচ্ছে না। কার্যাদেশে ঢালাইয়ের ফাঁকা অংশে বালুর ব্যবহারের উল্লেখ নেই। 
সোনারগাঁর ইউএনও ফারজানা রহমানের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল রাজী নিলয় বলেন, ঠিকাদারি কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। কার্যাদেশ মেনেই কাজ করতে হবে। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ র ক জ কর হ সমত

এছাড়াও পড়ুন:

বেজা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দুই প্রস্তাব অন

‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’ এর সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট অ্যামিনিটিজ (সি সাইড) এর পূর্ত কাজের এবং কক্সবাজার এবং নোাখালী জেলায় এফডিএমএন সম্প্রদায়ের জন্য সমন্বিত যৌন ও লিঙ্গভিত্তিক স্বাস্থ্য পরিষেবা এবং সুযোগ-সুবিধা ক্রয়ের পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২৩৭ কোটি ৬৭ লাখ ২৯ হাজার ১৮০ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটি সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’ এর সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট অ্যামিনিটিজ এর পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৩টি প্রস্তাব আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে এতে ব্যয় হবে ৭৫ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৪০০ টাকা। প্যাকেজের আওতায় ২২.১০ কিলোমিটার সীমানা প্রাচীর, ৩টি প্রবেশদ্বার, ৩টি গার্ডরুম, ২৫টি পর্যবেক্ষণ টাওয়ার, ২২.১০ কিলোমিটার মাটির বাঁধ কাম হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণ এবং রাস্তা বরাবর স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

সভায় কক্সবাজার এবং নোাখালী জেলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত (এফডিএমএন) নাগরিকদের জন্য সমন্বিত যৌন ও লিঙ্গভিত্তিক স্বাস্থ্য পরিষেবা এবং সুযোগ-সুবিধা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের সেবা ক্রয়ের জন্য সিঙ্গেল সোর্স সিলেকশন পদ্ধতিতে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বরাবর আরএফপি আহ্বান করা হলে প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। পিইসির প্রস্তাব উপযুক্ত বিবেচেনা করা হয়। পরবর্তীতে পিইসির নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত উপযুক্ত দরদাতা প্রতিষ্ঠানকে ১৬২ কোটি ১০ লাখ ১৪ হাজার ৭৮০ টাকায় বর্ণিত প্রকল্পের সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্যাকেজের আওতায় কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলায় এবং নোয়াখালী জেলার ভাসানচরে বসবাসরত বাস্তুচ্যুত মায়ানমানর নাগরিকদের মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হবে।

ঢাকা/হাসনাত/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান
  • সর্বোচ্চ দরদাতা ইজারা পাননি, গাবতলী হাটে খাস আদায় করছেন ‘পছন্দের’ ব্যক্তিরা
  • পাকিস্তানের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
  • তিন প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৩৯০ কোটি টাকা
  • বেজা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দুই প্রস্তাব অন
  • অভিযোগের বিষয়ে এশিয়াটিক থ্রিসিক্সটি’র বক্তব্য 
  • ‘বিশ্বের নজরদারির মধ্যেই ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’
  • ‘নতুন শুরুর আশায়’ মাগুরা টেক্সটাইল মিলসের পুরোনা মেশিন বিক্রি
  • কড়া নজরদারি সুন্দরবন সীমান্তে
  • সোনাগাজীতে ইজারা চুক্তি না মেনে চলছে পশুর হাট