বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা দলের কার্যক্রম আর চলবে না
Published: 15th, February 2025 GMT
আন্তর্জাতিক বিপর্যয় ও সংকটে সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপরিচিত একটি কর্মসূচি বড় ধরনের আর কোনো জরুরি পরিস্থিতিতে কাজে লাগানো হবে না।
বিশ্বে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থা (ইউএসএআইডি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেঙে দেওয়ার কারণে ওই কর্মসূচি আর কাজ করবে না। বিষয়টি সম্পর্কে অবগত আছে এমন নয়টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
দ্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম বা ডিএআরটিএস নামে পরিচিত কর্মসূচিতে উচ্চ প্রশিক্ষিত কর্মীরা কাজ করে থাকেন। কোনো বিপর্যয় বা গুরুতর সংকটকালে যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তায় নেতৃত্ব দিতে এসব কর্মীকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েন করা হতো।
দ্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম বা ডিএআরটিএস নামে পরিচিত কর্মসূচিতে উচ্চ প্রশিক্ষিত কর্মীরা কাজ করে থাকেন। কোনো বিপর্যয় বা গুরুতর সংকটকালে যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তায় নেতৃত্ব দিতে এসব কর্মীকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েন করা হতো।সাম্প্রতিকতম ইতিহাসে ডিএআরটিএসের কর্মীদের যেখানে মোতায়েন করা হয়েছে, সেগুলোর একটি হাইতি। ২০১০ সালে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে দেশটিতে প্রায় ৩ লাখ মানুষ মারা যান। এ ছাড়া ২০১১ সালে জাপানে তীব্র ভূমিকম্প ও সুনামির আঘাত ছাড়াও ইরাক ও সিরিয়া যুদ্ধে এ দলকে মোতায়েন করা হয়েছিল। জাপানে ওই ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় ও তেজস্ক্রিয় উপকরণ ছড়িয়ে পড়ে।
শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হওয়ার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক ইউএসএআইডির সাত কর্মী রয়টার্সকে বলেছেন, বর্তমানে আফগানিস্তান, গাজা, সুদান ও ইউক্রেনে ডিএআরটিএসের কার্যক্রম চলছে। কিন্তু সম্প্রতি ইউএসএআইডিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তহবিলের জোগান বন্ধ করে দেওয়ায় এ চার স্থানে আর স্বাভাবিক কাজ চালাতে পারবে না ডিএআরটিএস।
ডিএআরটিএসের কিছু কর্মীকে ইতিমধ্যে ওয়াশিংটনে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কর্মীরা তাঁদের অফিশিয়াল ই–মেইল বা অন্যান্য ইলেকট্রনিক ব্যবস্থায় প্রবেশ করতে পারছেন না। কিছু সূত্র বলছে, ক্ষেত্রবিশেষে এক–একটি ডিএআরটিএস–এর সদস্য সংখ্যা ১০ থেকে ৫০ জনের বেশি হয়ে থাকে।
নতুন প্রশাসন (ট্রাম্প প্রশাসন) আমাদের অনন্য বেসামরিক সক্ষমতার শক্তি ছেঁটে ফেলছে। জীবন বাঁচাতে ও মানুষকে সংকট থেকে বেরিয়ে আসতে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রহের খুবই দৃশ্যমান, কার্যকর প্রতিফলন হলো ডিএআরটিএস।মার্সিয়া ওং, ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্সের সাবেক উপপ্রধানইউএসএআইডির একজন কর্মী বলেন, ‘আমাদের কাজ করার উপকরণগুলো শেষ করে দেওয়া হয়েছে।’
সূত্রগুলো বলছে, বিদেশে প্রতিটি ডিএআরটিএসকে সহায়তা দিতে ওয়াশিংটনভিত্তিক দল থাকে। মাঠপর্যায়ের দলের কাছ থেকে গোপন তথ্য পেতে ওয়াশিংটনের সহায়তা দলকে অবশ্যই ইউএসএআইডির সদর দপ্তরে কাজ করতে হবে। কিন্তু বর্তমানে সংস্থাটির কর্মীদের ওয়াশিংটনের সদর দপ্তরে প্রবেশ নিষিদ্ধ। এর অর্থ, নতুন কোনো ডিএআরটিএস মোতায়েন করা যাবে না।
ট্রাম্প প্রশাসন বলেছে, ইউএসএআইডিকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করা ও সংস্থাটির অধিকাংশ কর্মীকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে তারা। এ পরিকল্পনার জেরে ডিএআরটিএসের ভবিষ্যৎও অন্ধকারে পড়েছে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিএইচএ’র ১ হাজার ৩০০ কর্মীর কতজনকে ছাঁটাই করা হবে সেটি তাদের জানানো হয়নি। তবে গত সপ্তাহে ইউএসএআইডির কর্মীদের এক নোটিশে জানানো হয়, এ সংস্থার ১০ হাজার কর্মীর মধ্যে অপরিহার্য ৬০০ জনকে চাকরিতে রাখা হবে। অবশ্য কাদের রাখা হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।ডিএআরটি কর্মসূচির দেখভাল করে থাকে ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স (বিএইচএ)। এ ব্যুরোর সাবেক উপপ্রধান মার্সিয়া ওং বলেন, ‘নতুন প্রশাসন (ট্রাম্প প্রশাসন) আমাদের অনন্য বেসামরিক সক্ষমতার শক্তি ছেঁটে ফেলছে।’ তিনি আরও বলেন, ‘জীবন বাঁচাতে ও মানুষকে সংকট থেকে বেরিয়ে আসতে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রহের খুবই দৃশ্যমান, কার্যকর প্রতিফলন হলো ডিএআরটিএস।’
সূত্রগুলো বলেছে, বিএইচএ’র ১ হাজার ৩০০ কর্মীর কতজনকে ছাঁটাই করা হবে সেটি তাদের জানানো হয়নি। তবে গত সপ্তাহে ইউএসএআইডির কর্মীদের এক নোটিশে জানানো হয়, এ সংস্থার ১০ হাজার কর্মীর মধ্যে অপরিহার্য ৬০০ জনকে চাকরিতে রাখা হবে। অবশ্য কাদের রাখা হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউএসএআইড র ম ত য় ন কর র কর ম দ র ক জ কর কর ম ক কর ম র ত কর ম
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী ২ নভেম্বর দিবসটি পালিত হয়।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেককে জীবনও দিতে হচ্ছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচারই এখনো অমীমাংসিত রয়ে গেছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে (ফিলিস্তিনের) গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। আমি আবারও এই ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যেকোনো জায়গায় বিচারহীনতা শুধু ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের প্রতিই অন্যায় নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, আরও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং গণতন্ত্রের প্রতি হুমকি।’ তিনি বলেন, সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, প্রত্যেক অপরাধীর বিচার করা এবং সাংবাদিকেরা যাতে সর্বত্র স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘নারী সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা হয়রানিমূলক আচরণ অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে। এ ধরনের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই সাজা হয় না এবং এটি প্রায়শই বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাঁরা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তাঁদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে হবে।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যাঁরা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন, তাঁরা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’