টড বয়েলি ইংলিশ ক্লাব চেলসির মালিকানা কেনার জন্য খরচ করেছিলেন ‘সোয়া ৩ বিলিয়ন’ মার্কিন ডলার। এরপর ফুটবলার কেনা-বেচা এবং কোচ নিয়গে খরচ করেছেন আরও ১.৩২ বিলিয়ন ডলার। এত কিছুর পরও চেলসি যেন হারিয়ে খুঁজছে নিজেদের।

গেল ৮ ফেব্রুয়ারি ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল চেলসি। এরপর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সেই ব্রাইটনের বিপক্ষেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এবার ৩-০ ব্যবধানে উড়ে গেল চেলসি। ম্যাচ হারের পর দলটির ইতালিয়ান কোচ এনজো মারেসকা জানান তার অধীনে এই এটিই চেলসির সবচেয়ে বাজে পারফরম্যান্স।

ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে কাওরু মিতোমার চমকপ্রদ গোলে এগিয়ে যায় ব্রাইটন। ঠিক তার ১১ মিনিট পর ইয়ানকুবা মিন্তেহ গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। এই গাম্বিয়ান রাইট মিডফিল্ডার ম্যাচের ৬৩ মিনিটে পুনরায় গোল করে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

সপ্তাহ ঘুরার আগেই ব্রাইটনের বিপক্ষে দুইবার হারল হেভিওয়েট চেলসি। ম্যাচে ৭১৭ পাস খেলেও প্রতিপক্ষের গোলবারে একটি শটও নিতে পারেনি ব্লুজরা। চটের কারণে নিকোলাস জ্যাকসন এবং মার্ক গুইউ মাঠে না থাকলেও চেলসি পেয়েছিল স্কোয়াডের বাকি বড় নামদের।

ফ্যাবিয়ান হুজেলারের ব্রাইটনের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে মারেসকা বলেন, “আমি সবকিছু নিয়েই হতাশ। যারা কষ্ট করে সমর্থন দিতে এসেছিলেন তাদের জন্য দুঃখিত। আমাদের হাতে এখনও ১৪টি ম্যাচ বাকি (ইপিএলে)। আমাদের দারুণ কিছু করতে হবে। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে সহজেই গোল হজম করছি এবং গোল শোধ করতে সংগ্রাম করছি।”

মারেসকা এরপর হতাসধার সুরে বলেন, “এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমি সব সময় চাপ অনুভব করি, কিন্তু আমি যোগদান (চেলসিতে) করার পর সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল এটি। আমরা এখনও ইপিএলে চতুর্থ অবস্থানে আছি, চ্যাম্পিয়ন লিগের দৌড়ে (পরবর্তী মৌসুমের) এখনও টিকে আছি।”

চেলসি শেষ ৯টি ইপিএল ম্যাচে মাত্র দুটি জিতেছে। ২৫ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেলসি। তবে ম্যানচেস্টার সিটি বা নিউক্যাসল ইউনাইটেড তাদের শনিবারের (১৫ ফেব্রিয়ারি, ২০২৫) ম্যাচে জিতলে মারেসকার দলের উপরে চলে যেতে পারে। অন্যদিকে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
  • খেলার নামে আদম পাচার ঠেকাতে তৎপর জাতীয় ক্রীড়া পরিষদ