টড বয়েলি ইংলিশ ক্লাব চেলসির মালিকানা কেনার জন্য খরচ করেছিলেন ‘সোয়া ৩ বিলিয়ন’ মার্কিন ডলার। এরপর ফুটবলার কেনা-বেচা এবং কোচ নিয়গে খরচ করেছেন আরও ১.৩২ বিলিয়ন ডলার। এত কিছুর পরও চেলসি যেন হারিয়ে খুঁজছে নিজেদের।

গেল ৮ ফেব্রুয়ারি ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল চেলসি। এরপর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সেই ব্রাইটনের বিপক্ষেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এবার ৩-০ ব্যবধানে উড়ে গেল চেলসি। ম্যাচ হারের পর দলটির ইতালিয়ান কোচ এনজো মারেসকা জানান তার অধীনে এই এটিই চেলসির সবচেয়ে বাজে পারফরম্যান্স।

ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে কাওরু মিতোমার চমকপ্রদ গোলে এগিয়ে যায় ব্রাইটন। ঠিক তার ১১ মিনিট পর ইয়ানকুবা মিন্তেহ গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। এই গাম্বিয়ান রাইট মিডফিল্ডার ম্যাচের ৬৩ মিনিটে পুনরায় গোল করে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

সপ্তাহ ঘুরার আগেই ব্রাইটনের বিপক্ষে দুইবার হারল হেভিওয়েট চেলসি। ম্যাচে ৭১৭ পাস খেলেও প্রতিপক্ষের গোলবারে একটি শটও নিতে পারেনি ব্লুজরা। চটের কারণে নিকোলাস জ্যাকসন এবং মার্ক গুইউ মাঠে না থাকলেও চেলসি পেয়েছিল স্কোয়াডের বাকি বড় নামদের।

ফ্যাবিয়ান হুজেলারের ব্রাইটনের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে মারেসকা বলেন, “আমি সবকিছু নিয়েই হতাশ। যারা কষ্ট করে সমর্থন দিতে এসেছিলেন তাদের জন্য দুঃখিত। আমাদের হাতে এখনও ১৪টি ম্যাচ বাকি (ইপিএলে)। আমাদের দারুণ কিছু করতে হবে। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে সহজেই গোল হজম করছি এবং গোল শোধ করতে সংগ্রাম করছি।”

মারেসকা এরপর হতাসধার সুরে বলেন, “এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমি সব সময় চাপ অনুভব করি, কিন্তু আমি যোগদান (চেলসিতে) করার পর সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল এটি। আমরা এখনও ইপিএলে চতুর্থ অবস্থানে আছি, চ্যাম্পিয়ন লিগের দৌড়ে (পরবর্তী মৌসুমের) এখনও টিকে আছি।”

চেলসি শেষ ৯টি ইপিএল ম্যাচে মাত্র দুটি জিতেছে। ২৫ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেলসি। তবে ম্যানচেস্টার সিটি বা নিউক্যাসল ইউনাইটেড তাদের শনিবারের (১৫ ফেব্রিয়ারি, ২০২৫) ম্যাচে জিতলে মারেসকার দলের উপরে চলে যেতে পারে। অন্যদিকে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের

হলো না তিনে তিন। জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ের পর আজ নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের খেসারতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা দুই জয়ের পর হারে পয়েন্ট টেবিলে এখন দুইয়ে নেমে গেছে বাংলাদেশের যুবারা।

আজ হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশের যুবারা। এরপর রিজন হোসেনকে সঙ্গে নিয়ে ওই চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম। ৩৮ বলে ১৭ রান করে রিজন আউট হয়ে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন আজিজুল।

তবে অধিনায়কের ইনিংসও খুব লম্বা হয়নি। ৮১ বলে ৫৯ রান করে জ্যাসন রোলেসের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তাঁর বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিংও ভেঙে পড়ে। ৫৮ রানে শেষ ৬ উইকেট হারায় তাঁরা। এর মাঝে একপ্রান্তে দাঁড়িয়ে থাকা কালাম সিদ্দিকী ৬১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন। ৪৪.৫ ওভার ব্যাট করে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা।

রান তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকার যুবাদেরও শুরুতে ধাক্কা দিয়েছিলেন আল ফাহাদ। ১৫ বলে ৬ রান করা জুরিখ ভ্যান স্কাল্কউইক এই পেসারের বলে ক্যাচ দেন রিফাত বেগের হাতে। তবে এরপর আরমান ম্যানাকের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন মোহাম্মদ বুলবুলিয়া।

ফিফটি করেন অধিনায়ক আজিজুল হাকিম

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়-সূচি ঘোষণা
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • গংগাচড়ায় হিন্দুদের ঘরবাড়ি মেরামতের উদ্যোগ, আতঙ্ক কাটেনি এখনও