বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিসের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাটিকান জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপের শারীরিক অবস্থাকে ‘জটিল’ বলে মনে করা হচ্ছে, তাই তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সোমবার সাংবাদিকদের জানান, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। তবে তিনি মানসিকভাবে সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে কিছু কাজ ও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

ভ্যাটিকানের দেওয়া বিবৃতিতে বলা হয়, পোপের নির্ধারিত চিকিৎসা চলছে এবং তার শরীরে এখন জ্বর নেই। অসংখ্য মানুষ ভালোবাসা ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন, যা পোপকে আপ্লুত করেছে। পোপ তাদের ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদের জন্য প্রার্থনা করছেন। একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, যাতে তার সুস্থতার জন্যও প্রার্থনা করা হয়।

গত কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ থাকায় পোপ নিজে বিভিন্ন অনুষ্ঠানে তার লেখা বক্তব্য পাঠানোর জন্য সহকর্মীদের দায়িত্ব দেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থার উপর নিবিড় নজর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়েছিল।

বিশ্বব্যাপী তার অনুসারীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকরা আশাবাদী, নির্দিষ্ট সময় হাসপাতালে থাকার পর তিনি আবারও দায়িত্ব পালনে ফিরে আসবেন।

তথ্যসূত্র- বিবিসি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন