অনটনের সংসারে মো. জুবায়ের আহম্মেদের (১৯) পড়ালেখা ছিল অনিয়মিত। নিজে টুকটাক রোজগার করে, বোনের সাহায্য নিয়ে পড়ালেখা চালাতেন। পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় তিন বছর এসএসসি পরীক্ষা দিতে পারেননি।

তবে জুলাই গণ-অভ্যুত্থান জুবায়েরের মনোবল বাড়িয়েছে। পড়ালেখায় যুক্ত হতে নতুন করে প্রেরণা জুগিয়েছে। তাই অভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঢাকা বোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে জিপিএ ৩ দশমিক ৩৯ পেয়ে পাস করেছেন তিনি।

জুবায়ের আজ শুক্রবার পরীক্ষার নম্বরপত্র পাঠিয়ে প্রথম আলোকে তাঁর পাস করার তথ্য জানান। তিনি প্রথম আলোকে বলেন, পরীক্ষার ফল ভালো না হলেও তিনি খুশি, বাসার সবাই খুশি। শরীরে অনেক ব্যথা-যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়েছিলেন। কোনো কোনো পরীক্ষার সময় শরীরে যন্ত্রণার তীব্রতা অনেক বেশি ছিল। জুবায়ের বলেন, ‘আমি এসএসসি পাস করেছি। মা, বোন আর খালামণি যে কী খুশি! আমার চেয়েও বেশি খুশি হয়েছেন তাঁরা।’

মো.

জাকির হোসেন ও জেসমিন আক্তার দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে ছোট জুবায়ের। তাঁরা থাকেন রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায়। বাবা জাকির হোসেন গাড়িচালক। আর বোন জাকিয়া সুলতানা বাড্ডায় নিজের সংসারে থাকেন। জুবায়ের কামারপাড়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

এর আগে জুবায়েরের পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে প্রথম আলো অনলাইন সংস্করণে গত ১২ মে ‘অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুবায়ের ব্যথা-যন্ত্রণা নিয়েই দিচ্ছেন এসএসসি পরীক্ষা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে গত বছরের ৪ আগস্ট রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জুবায়ের গুলিবিদ্ধ হন। গুলি তাঁর পাঁজরের নিচের অংশ ভেদ করে পাকস্থলী স্পর্শ করে বাঁ পাশে আটকে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার কাগজপত্রে জুবায়েরের জখমের বিষয়ে লেখা, ‘বুলেট ইনজুরি (গুলিতে আহত)’।

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সদস্য ছিলেন। ২০২২ সাল থেকে ওই একই স্কাউট গ্রুপের সদস্য জুবায়ের। মুগ্ধ নিহত হওয়ার পর বিষণ্ন হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র এসএসস পর ক ষ র প স কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা