সোনারগাঁয়ের ৪ কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা
Published: 18th, February 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ু দুষনের অভিযোগে দুটি সিমেন্ট ফ্যাক্টরীসহ চারটি কারাখানাকে জারিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এন্ডর্ফোসমেন্ট। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চারিটি প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোসমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান চালায়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশে অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মোবারক হোসেনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
নির্বার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, ব্য়াু দুষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত লাফাজ হোলসিম সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা, মেঘনা মিরামিক ইন্ড্রাষ্ট্রিজকে ২ লাখ টাকা, মদিনা সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা, এবং ইউনিক সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব শ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার,(অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও স্কুলের শিক্ষকবৃন্দরা।
সভাপতি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। এসময় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮০ জন ফুটবল খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়কে ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন।