আইন অমান্য করে ইটভাটা জরিমানা, ইট ধ্বংস
Published: 20th, February 2025 GMT
পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে প্রচলিত আইন অমান্য করায় কমলগঞ্জের একটি ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামের ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং সেখানে থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটার বিরুদ্ধে এই ব্যবস্থা নেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের নির্ধারিত ধারা অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া ওই ভাটার মালিকের কাছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করার সুযোগ নেই। এমন ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানে কোনো আপস করা হবে না।
এর আগে মঙ্গলবার সুনামগঞ্জের ছাতকে বেআইনিভাবে ইটভাটায় ইট পোড়ানোর দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ওই ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। অভিযানের সময় ছাতকের সুরমা ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দণ্ডিত করা হয়। অভিযানে বেআইনিভাবে ইটভাটায় ইট পোড়ানোর কারণে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ ইটভ ট ইটভ ট র সহক র
এছাড়াও পড়ুন:
চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত
রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।