পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে প্রচলিত আইন অমান্য করায় কমলগঞ্জের একটি ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামের ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং সেখানে থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটার বিরুদ্ধে এই ব্যবস্থা নেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের নির্ধারিত ধারা অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া ওই ভাটার মালিকের কাছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করার সুযোগ নেই। এমন ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানে কোনো আপস করা হবে না।

এর আগে মঙ্গলবার সুনামগঞ্জের ছাতকে বেআইনিভাবে ইটভাটায় ইট পোড়ানোর দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ওই ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। অভিযানের সময় ছাতকের সুরমা ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দণ্ডিত করা হয়। অভিযানে বেআইনিভাবে ইটভাটায় ইট পোড়ানোর কারণে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ ইটভ ট ইটভ ট র সহক র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ