সিলেটে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা আড়াই টনের বেশি কমলা জব্দ করেছে পুলিশ। এ সময় ভারতীয় কমলা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মো.

কামাল (৪০) ও আবদুল জব্বার (২৪)। গতকাল শুক্রবার নগরের মুরাদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিলেটের মুরাদপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় সিলেটের দিকে যাওয়া একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করে পুলিশ। প্রতিটি ক্যারেটে ২৬ কেজি করে কমলা ছিল। পরে পিকআপে থাকা দুজনকে আটক করা হয়। তাঁরা জানান, কমলাগুলো চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। জব্দ করা কমলার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সিলেটের শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ