সিলেটে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা আড়াই টনের বেশি কমলা জব্দ করেছে পুলিশ। এ সময় ভারতীয় কমলা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মো.

কামাল (৪০) ও আবদুল জব্বার (২৪)। গতকাল শুক্রবার নগরের মুরাদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিলেটের মুরাদপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় সিলেটের দিকে যাওয়া একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করে পুলিশ। প্রতিটি ক্যারেটে ২৬ কেজি করে কমলা ছিল। পরে পিকআপে থাকা দুজনকে আটক করা হয়। তাঁরা জানান, কমলাগুলো চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। জব্দ করা কমলার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সিলেটের শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ