চট্টগ্রামে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত
Published: 22nd, February 2025 GMT
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫।
দিনব্যাপী এ আয়োজনে আরো ছিলো ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর চট্টগ্রাম পর্ব, প্রদর্শনী ও সেমিনার।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম (সিআইইউ) এর কেন্দ্রীয় মিলনায়তনে এই সামিট অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর চট্টগ্রাম পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো লুপব্যাগ, ইজিগো, গ্রোসি, রোডবুক বিডি, খেলবো, ইউনিঅ্যাপ, বিট, টডভোব।
পরে ‘ফ্রম আইডিয়া টু স্কেল: দ্যা স্টার্টআপ জার্নি’ শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনার সঞ্চালনায় ছিলেন আরাফাতুল ইসলাম আকিব, প্রতিষ্ঠাতা, স্টার্টআপ চট্টগ্রাম। প্যানেলিস্ট হিসেবে ছিলেন ফাহাদ ইফাজ, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, আইফার্মার; অনায়েত রশিদ, প্রতিষ্ঠাতা ও সিইও, ট্রাকলাগবে; তাহসিনা আহমেদ, নির্বাহী পরিচালক, বিওয়াইএলসি; নাবিলা নওরিন, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, মোয়ার স্পেস লিমিটেড।
‘স্টার্টআপ ফান্ডামেন্টালস: মাস্টারিং দ্যা এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং অ্যা বিজনেস’ শীর্ষক মাস্টারক্লাসে বক্তব্য প্রদান করেন এন্ডুরিংএক্সের প্রতিষ্ঠাতা ও টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক সিওও মির্জা সালমান হোসেন বেগ। এতে তরুণ অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ও স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সাথে সরাসরি নেটওয়ার্কিং-এর সুযোগ পান এবং তাদের মধ্যে স্টার্টআপ সম্পর্কিত ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উৎসাহিত করা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি প্রধান বিভাগ-রাজশাহী ও রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে সামিট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ও রংপুর পর্ব, ১৩ ফেব্রুয়ারি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিলেট পর্ব, ১৭ ফেব্রুয়ারি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনাতে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের খুলনা ও বরিশাল পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়া, সর্বশেষ চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় (ঢাকা ও ময়মনসিংহ পর্ব) ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। ইয়ুথ স্টার্টআপ সামিটের চট্টগ্রাম পর্বে - চুয়েট ক্যারিয়ার ক্লাব এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্টনার, স্টার্টআপ চট্টগ্রাম, কমিউনিটি পার্টনার এবং নলেজ পার্টনার হিসেবে ছিলো লাইটক্যাসল।
ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের চট্টগ্রাম পর্বে প্রথম স্থান অর্জন করে ‘ইউনিঅ্যাপ’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘ইজিগো’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘রোডবুক বিডি’ প্রকল্প। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লাখ, ২ লাথ এবং ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আবেদন ব্যবস্থা সহজ করতে স্টার্টআপ ‘ইউনিঅ্যাপ’ প্রকল্প ১ম স্থান অর্জন করে। ভবিষ্যতে পরিবেশবান্ধব গ্রিন ডেলিভারি পরিষেবার স্টার্টআপ ‘ইজিগো’ প্রকল্প ২য় স্থান অর্জন করে। মহিলাদের জন্য নিরাপদ, ঝামেলামুক্ত, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে পরিবহন সমাধান বিষয়ক স্টার্টআপ ‘রোডবুক বিডি’ প্রকল্প ৩য় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.
শীষ হায়দার চৌধুরী বলেন, আজকের এই আয়োজনটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেষ হয়েছে। ইতোমধ্যে রাজশাহী, সিলেট, খুলনা ও সর্বশেষ চট্টগ্রামে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হলো। ২৮ ফেব্রুয়ারিতে সামিটের চূড়ান্ত পর্ব, ঢাকার বিআইসিসিতে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, আমরা আমাদের যুবকদের গতানুগতিক কর্মসংস্থানের পরিবর্তে উদ্ভাবনের প্রতি উৎসাহিত করতে চাই। ডিজিটাল যুগে যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে তা খুঁজে বের করার জন্য আমি তরুণ ও যুবকদের অনুরোধ জানাই। চাকরির জন্য প্রতিযোগিতা নয় বরং চাকরি প্রদানের লক্ষ্যে যুব সমাজকে প্রস্তুত হতে হবে।
তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে আয়োজিত স্টার্টআপ সামিট কার্যকর ভূমিকা রাখবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/হাসান/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউন ভ র স ট অন ষ ঠ ত প রকল প
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা১. পরিসংখ্যানবিদ: ৫টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৪. স্টোরকিপার: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. গাড়িচালক: ৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. অফিস সহায়ক: ১০টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা
ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফিক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫