অগ্রদূত ক্রিকেট একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শহরের খানপুর চৌরঙ্গী পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়াঙ্গণে বিশেষ অবদানের জন্য বিভিন্নজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে বিশিষ্ট ক্রীড়াবিদ এনামুল হক খোকা অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরে তিনি অশ্রুসিক্ত নয়নে বলেন, আমি দীর্ঘ প্রায় অর্ধশতাধীক সময় ধরে ক্রীড়াঙ্গণের সাথে জড়িত। আমি ৭১’র পূর্বে পাকিস্তান আমলে লীগ খেলতাম।

এত বছরে দেশকে শুধু দিয়েই গিয়েছি কিন্তু সেই তুলনায় সর্বনিম্ন সম্মানটুকুও তেমন পায়নি। জীবনের প্রথম আজ সম্মানিত হয়ে আনন্দে আমার দু’চোঁখ ভিজে যাচ্ছে। জানিনা, কিভাবে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করবো।

শুধু এইটুকু বলতে পারি, যারা ক্রীড়াঙ্গণের সাথে জড়িত, খেলাধুলার সাথে জড়িত তাদেরকে যেন আমরা প্রাপ্য সম্মানটুকু দেই। কারণ, তাদেরকে সম্মান দিলে তারা আরও উৎসাহ্ হয়ে আরও ভালো কিছু করতে পারবে। নয়তো, গন্তব্যের আগেই মেধা থাকা সত্বেও ঝরে যাবে।

অনুষ্ঠানে অশোক কুমার দাশ বলেন, খেলোয়াড়দের সম্মান পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। তবেই দেশে হাবিবুল বাসার সুমন, নাঈমুর রহমান দুর্জয়, রফিক, মুন্না ও পাইলটদের মত খেলোয়ার তৈরি হবে। আর এ জন্য ক্রিকেট একাডেমি থেকে শুরু করে বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা এবং সর্বপুরি সরকারকে এগিয়ে আসতে হবে।

আমাদের এ নারায়ণগঞ্জের বহু কষ্টে ক্লাবগুলো পরিচালিত হচ্ছে। অর্থ অভাবে তারা ক্লাবগুলো চালাতে অনেকটা হিমশিম খাচ্ছে। সমাজের বিত্তবানদের উচিৎ এ সমস্ত ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর। ক্লাবই যদি না থাকে, একাডেমি যদি না থাকে তাহলে নতুন খেলোয়ার তৈরি হবে কি করে? তাই আগামীতে এ বিষয়টি মাথায় রেখে খেলোধুলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধাভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।  

এসময় আরও উপস্থিত ছিলেন, জলিসুর রহিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ,  মশিউর রহমান সোহেল, নারায়ণ চন্দ্র সাহা তপু, জুয়েল হোসেন মনা, শ্রী বিশ্বজিৎ, মেহেদী হাসান বিল্লাল, মোঃ জুয়েল প্রমূখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ন এক ড ম

এছাড়াও পড়ুন:

মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনামগঞ্জে ২, নেত্রকোনায় ১ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিরাই উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে রিংকু দাস এবং দুপুরে জামালগঞ্জ উপজেলায় মানিক মিয়া নামের আরেক কৃষক মারা যান। নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দিরাই উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেলে গ্রামের পাশের উদগল হাওরে ধান কাটছিলেন কৃষকেরা। ধান কাটায় অন্যদের সঙ্গে রিংকু দাসও (২৪) ছিলেন। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে বজ্রপাতে আহত হন রিংকু দাস। স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রিংকু দাস উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বজ্রপাতে রিংকু দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জামালগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। মানিক মিয়া জামালগঞ্জ উপজলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনবজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু ২৮ এপ্রিল ২০২৫

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার পাকনার হাওরে সকালে ধান কাটতে যান মানিক মিয়া। দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে হাওরে থাকা অন্য কৃষকেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যাওয়া গোলাপ মিয়া ওই গ্রামের পাইক মিয়ার ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের খেতে বোরো ধান কাটছিলেন গোলাপ মিয়া। এ সময় সঙ্গে তাঁর বাবা, ভাইসহ পরিবারের অন্য লোকজনও ছিলেন। দুপুর দুইটার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে গোলাপ মিয়ার পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে জমির একপাশে গিয়ে পড়েন গোলাপ। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনবজ্রপাত কমলেও বছরে মৃত্যু দেড় শ মানুষের০৫ জুন ২০২১

সম্পর্কিত নিবন্ধ