খুবির দুই ছাত্রকে ১৭ দিন গুম রেখে পরে ছয় মামলা
Published: 24th, February 2025 GMT
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে ২০২০ সালের ৮ জানুয়ারি তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৭ দিন অজানা স্থানে রেখে তাদের করা হয় নির্যাতন।
পরে ২৫ জানুয়ারি তাদের বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই তাদের খুলনার কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার গাড়ির গ্যারেজে বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর একে একে তাদের বিরুদ্ধে আরও চারটি মামলা করে পুলিশ। সেই থেকে পাঁচ বছর তারা কারাবন্দি। ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের নূর মোহাম্মদ অনিক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের মোজাহিদুল ইসলাম রাফি।
গতকাল রোববার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা গ্রেপ্তার ও মামলাগুলো বানোয়াট বলে দাবি করেন। সহপাঠী, রুমমেট, শিক্ষক ও পরিবারের সদস্যরাও দুই ছাত্রকে নিরপরাধ দাবি করেন।
সংবাদ সম্মেলনে সহপাঠীরা বলেন, ছাত্র হিসেবে তারা দু’জনই ছিলেন মেধাবী। দীর্ঘদিন একসঙ্গে ক্লাস, গ্রুপ স্টাডি করার সময় কখনোই তাদের মধ্যে উগ্রতা দেখা যায়নি। এর মধ্যে অনিক তাবলিগে যুক্ত হন। ২০২০ সালে নিখোঁজ হওয়ার ১৭ দিন পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। উদ্ধারের পুরো বিষয়টি সাজানো ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের বিরুদ্ধে ছয়টি মামলা দেওয়া হয়। এর মধ্যে দুটি মামলায় খালাস, দুটি মামলায় জামিন এবং সোনাডাঙ্গা থানার দুটি মামলায় সাজা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারাগারে তারা অনশন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে দুটি মামলায় জামিনের ব্যবস্থা করা হয়। সাজা হওয়া দুটি মামলায় উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তবে দুই বছর ধরে সেই আবেদনের শুনানি হচ্ছে না। জঙ্গি দোহাই দিয়ে সেটি বন্ধ রাখা হয়েছে।
ছাত্রদের আইনজীবী আকতার জাহান রুকু বলেন, সম্পূর্ণ সাজানো তথ্য-প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে। এ মামলার ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নেই। হাইকোর্ট নথি দেখেই জামিন দিয়ে দেবেন। সমস্যা হচ্ছে, হাইকোর্ট এই মামলা শুনানি করতে রাজি হচ্ছে না।
কারাবন্দি অনিকের স্ত্রী সুমাইয়া বলেন, আড়াই বছরের সংসারজীবনে কখনও জঙ্গি কর্মকাণ্ডে জড়াতে দেখিনি। আমার ঘর থেকে যেসব উদ্ধার দেখানো হয়েছে, সেগুলো আমাদের ঘরে ছিলই না। তাঁকে ফাঁসানো হয়েছে।
দুই ছাত্রের সাজা হওয়া মামলা দুটি নগরীর সোনাডাঙ্গা থানায় করা। গত ৫ আগস্টের পর থানার সব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। থানার ওসিসহ অন্যরা মামলা দুটির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৫ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ
সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন তাঁরা।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়।
তিন দফা দাবির অন্যটি হলো ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালু।
আজ বুধবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে অনশন চালিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের অনশনের সঙ্গে সংহতি প্রকাশ করে তাঁদের খোঁজখবর নিতে দেখা যায়।
অনশনে বসা পাঁচ শিক্ষার্থী হলেন উদ্ভিদবিজ্ঞানের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল মুরাদ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের ফেরদৌস শেখ, ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহীন মিয়া এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অপু মুন্সী।
অনশনকারীদের মধ্যে ফয়সাল মুরাদ ও এ কে এম রাকিব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের পেটে ব্যথা, রক্তচাপ কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
অনশনকারী অপু মুন্সী বলেন, পারিবারিক কারণে তাঁকে গ্রামে চলে যেতে হয়েছে। তাই গতকাল রাতে তিনি অবস্থান করতে পারেননি।
আজ অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এদিকে অনশনকারীদের প্রতি সমর্থন জানিয়ে দুপুরে বিক্ষোভ মিছিল করবেন সাধারণ শিক্ষার্থীরা। এ কারণে শিক্ষার্থীদের ভাষাশহীদ রফিক ভবনের নিচে উপস্থিত হতে আহ্বান জানানো হয়েছে।
অনশনে অংশ নেওয়া শাহীন মিয়া বলেন, প্রশাসন আগের মতোই বাহানা করে যাচ্ছে। হচ্ছে, হবে এ বক্তব্য থেকে বের হতে পারেনি প্রশাসন। আর কোনো টালবাহানা তাঁরা শুনবেন না। তাঁদের দাবি অবশ্যই মানতে হবে। তা না হলে প্রশাসনকে দায়িত্ব ছেড়ে দিতে হবে।
আরেক অনশনকারী ফয়সাল মুরাদ বলেন, প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশন চলছে, কিন্তু প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যে তিনিসহ আরও একজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন।
অনশনকারী এ কে এম রাকিব প্রথম আলোকে বলেন, ‘আমরা অবস্থানসহ বেশ কিছু কর্মসূচি পালন করেছি, কিন্তু তাতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশনে যেতে বাধ্য হয়েছি। এ ছাড়া আমাদের উপায় ছিল না। এই নখদন্তহীন প্রশাসন হয়তো আমাদের দাবি মেনে নেবে, নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।’
আরও পড়ুনসম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনের রূপরেখাসহ তিন দাবিতে অনশনে ৫ শিক্ষার্থী১৯ ঘণ্টা আগেযতক্ষণ তিন দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে জানিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দু আছে ততক্ষণ তাঁরা অনশন চালিয়ে যাবেন। ক্লাস-পরীক্ষা শেষ করে অনেকেই এসে সংহতি প্রকাশ করছেন। সকাল থেকে এ সংখ্যা বাড়ছে।
এদিকে গতকাল রাতে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা ভাষাশহীদ রফিক ভবনের নিচে উপস্থিত হন। এ সময় উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন আয়োজনের এবং জানুয়ারি মাস থেকে সম্পূরক বৃত্তি দেওয়ার আশ্বাস দেন।
তবে সুস্পষ্ট রূপরেখা ছাড়া ও প্রশাসন থেকে লিখিত না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে উপাচার্যকে জানিয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা।