খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে ২০২০ সালের ৮ জানুয়ারি তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৭ দিন অজানা স্থানে রেখে তাদের করা হয় নির্যাতন।

পরে ২৫ জানুয়ারি তাদের বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই তাদের খুলনার কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার গাড়ির গ্যারেজে বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর একে একে তাদের বিরুদ্ধে আরও চারটি মামলা করে পুলিশ। সেই থেকে পাঁচ বছর তারা কারাবন্দি। ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের নূর মোহাম্মদ অনিক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের মোজাহিদুল ইসলাম রাফি।

গতকাল রোববার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা গ্রেপ্তার ও মামলাগুলো বানোয়াট বলে দাবি করেন। সহপাঠী, রুমমেট, শিক্ষক ও পরিবারের সদস্যরাও দুই ছাত্রকে নিরপরাধ দাবি করেন।

সংবাদ সম্মেলনে সহপাঠীরা বলেন, ছাত্র হিসেবে তারা দু’জনই ছিলেন মেধাবী। দীর্ঘদিন একসঙ্গে ক্লাস, গ্রুপ স্টাডি করার সময় কখনোই তাদের মধ্যে উগ্রতা দেখা যায়নি। এর মধ্যে অনিক তাবলিগে যুক্ত হন। ২০২০ সালে নিখোঁজ হওয়ার ১৭ দিন পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। উদ্ধারের পুরো বিষয়টি সাজানো ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের বিরুদ্ধে ছয়টি মামলা দেওয়া হয়। এর মধ্যে দুটি মামলায় খালাস, দুটি মামলায় জামিন এবং সোনাডাঙ্গা থানার দুটি মামলায় সাজা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারাগারে তারা অনশন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে দুটি মামলায় জামিনের ব্যবস্থা করা হয়। সাজা হওয়া দুটি মামলায় উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তবে দুই বছর ধরে সেই আবেদনের শুনানি হচ্ছে না। জঙ্গি দোহাই দিয়ে সেটি বন্ধ রাখা হয়েছে।

ছাত্রদের আইনজীবী আকতার জাহান রুকু বলেন, সম্পূর্ণ সাজানো তথ্য-প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে। এ মামলার ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নেই। হাইকোর্ট নথি দেখেই জামিন দিয়ে দেবেন। সমস্যা হচ্ছে, হাইকোর্ট এই মামলা শুনানি করতে রাজি হচ্ছে না।

কারাবন্দি অনিকের স্ত্রী সুমাইয়া বলেন, আড়াই বছরের সংসারজীবনে কখনও জঙ্গি কর্মকাণ্ডে জড়াতে দেখিনি। আমার ঘর থেকে যেসব উদ্ধার দেখানো হয়েছে, সেগুলো আমাদের ঘরে ছিলই না। তাঁকে ফাঁসানো হয়েছে।

দুই ছাত্রের সাজা হওয়া মামলা দুটি নগরীর সোনাডাঙ্গা থানায় করা। গত ৫ আগস্টের পর থানার সব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। থানার ওসিসহ অন্যরা মামলা দুটির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগে

শিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে