সাড়ে তিনশ’র গল্প দিয়ে আড়াইশ’ হলো না বাংলাদেশের
Published: 24th, February 2025 GMT
‘এটা বড় রানের মাঠ। আমরা তিনশ’ প্লাস রানের কথা ভাবছি।’ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনই গল্প দিয়েছিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে তার শিষ্যরা রাওয়ালপিন্ডির নিঁখাদ ওই ব্যাটিং উইকেটে আড়াইশ’ রানও করতে পারেনি। নিউজিল্যান্ডের বোলিং তোপে ৯ উইকেটে থেমেছে ২৩৬ রানে।
শিশিরের প্রভাব থাকায় রাওয়ালপিন্ডিতে টস গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসে রান তাড়া সহজ হয়। লাহোরে যেমন ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নামে। ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও নাজমুল শান্ত ৪৫ রানের জুটি দেন।
তানজিদ ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করে আউট হন। কিউই স্পিনার ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। ওই ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে উইকেট দেওয়ার যেন নেশা চেপে বসে বাংলাদেশের ব্যাটারদের। তাওহীদ হৃদয় ক্রিজে ধুঁকে ধুঁকে ২৪ বল খেলে ৭ রান করে ব্রেসওয়েলের বলে ক্যাচ দেন।
মুশফিকুর রহিম ক্রিজে এসেই স্লগ সুইপে বড় শট খেলে ২ রান করে ক্যাচ দেন। তার মতো ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে এসে শট খেলতে গিয়ে ক্যাচ দেন মাহমদুউল্লাহও। তিনি ১৪ বলে ৪ রান যোগ করেন। তার আগে তিনে নেমে ব্যর্থ হন মেহেদী মিরাজও। নির্ভার ব্যাটিংয়ের আশা দিয়েও ১৪ বলে এক চার ও ছক্কার শটে ১৩ রান করে আউট হন এই স্পিন অলরাউন্ডার।
ওপেনিংয়ে নেমে রান খরায় থাকা নাজমুল শান্ত এবং লোয়ারে জাকের আলী ও রিশাদ হোসেন কিছু রান করায় দুইশ’ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। সাতটি চার মারেন তিনি। জাকের ৫৫ বলে ৪৫ করে রান আউট হন। তিনটি চারের সঙ্গে এক ছক্কা মারেন তিনি। রিশাদ ২৫ বলে ২৬ রান যোগ করেন।
নিউজিল্যান্ডের স্পিনার ব্রেসওয়েল ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তিনি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ২৭ ওভারের মধ্যে নিজের দশ ওভার শেষ করেন। উইলিয়াম ও’রোর্কি ১০ ওভারে ৪৮ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাট হেনরি ও কাইল জেমিনসন একটি করে উইকেট নেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র সওয় ল র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।