গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল, বাংলাদেশে গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টের মাধ্যমে তাদের নতুন ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজ উন্মোচন করেছে। এই সিরিজে রয়েছে দুটি মডেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা, যা ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
সম্প্রতি গ্র্যান্ড লঞ্চ ইভেন্টটি গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে অনুষ্ঠিত হয়। আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং স্যামজোন, টেক ট্যু দ্য পয়েন্ট, প্রযুক্তি-সহ দেশের শীর্ষ টেক ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এস২৫ আল্ট্রা-তে রয়েছে ৬.
আরো পড়ুন:
দেশের বাজারে রিয়েলমির পানিরোধী ফোন
বাংলাদেশে অনার ম্যাজিক ৬ সিরিজের ‘প্রো’ মডেল উন্মোচন
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, আরো রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ + ১৬ জিবি (৮+৮) এক্সটেন্ডেড র্যাম, পাশাপাশি ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। মেইন ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ম্যাক্রো লেন্স এবং ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা চমৎকার ছবি ধারণ করতে সক্ষম। এছাড়াও, বিভিন্ন এআই ফিচার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য- এআই ওয়ালপেপার, এআই নয়েজ রিডাকশন এবং আস্ক এআই ফিচার যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।
অন্যদিকে, এস২৫ মডেলের ফোনটিতেও রয়েছে দারুন সব ফিচার। যেমন: ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০০-নিট পিক ব্রাইটনেস, যা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। পাশাপাশি রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক, আইপি ৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ৭.৩ মিমি স্লিম ডিজাইন।
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে পাওয়ারফুল টাইইগার ৬২০ প্রসেসর, পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজ + ১২ জিবি (৬+৬) এক্সটেন্ডেড র্যাম। এছাড়াও ভালো ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। পাশাপাশি, আইআর রিমোট কন্ট্রোল, এনএফসি ও ডিটিএস-পাওয়ার্ড সাউন্ডসহ অনেক ফিচার, যা ব্যবহারকারীদের স্মার্ট লাইফস্টাইল আরো উন্নত করবে।
এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং ২ বছরের ওএস আপডেট গ্যারান্টি রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরো নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।
ইভেন্টে আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, “আমি নিজেও এস২৫ সিরিজের ফোন ব্যবহার করছি এবং আমার অভিজ্ঞতা অসাধারণ। আমি বিশ্বাস করি, এস২৫ সিরিজ ব্যবহারকারীদের দারুন অভিজ্ঞতা দেবে।”
আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “আমরা বাংলাদেশের বাজারে এস২৫ সিরিজ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সেরা মানের প্রযুক্তি ও ইনোভেটিভ পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা। এই সিরিজটি আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন।”
আইটেল এস২৫ এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা এবং আইটেল এস২৫ আল্ট্রা-এর দাম ১৯ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ঢাকা/হাসান/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র র জন য আইট ল
এছাড়াও পড়ুন:
তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম
চট্টগ্রাম টেস্টে আজ প্রথম দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট পেয়েছেনতাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৬তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রথম দিনের খেলা শেষে তাইজুলের প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।
আরও পড়ুনতাইজুলের মনে হয় না তারা খেলা বোঝে১ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক অধিনায়কের পেজে তাইজুলের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত (আন্ডাররেটেড) বোলার। এখন খেলা অন্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আরেকবার ৫ উইকেট নিয়ে দারুণ খেলেছ তাইজুল।’
২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও ডিসেম্বরে ওয়ানডে অভিষেক তাইজুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ২০১৯ সালে। ওয়ানডে (২০) ও টি-টোয়েন্টির (২) চেয়ে টেস্ট ম্যাচই (৫২) বেশি খেলেন তাইজুল। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টে প্রথম দিনের পারফরম্যান্সসহ মোট ৫৩ টেস্টে এ পর্যন্ত ২২৪ উইকেট নিয়েছেন তাইজুল। তাঁর টেস্ট সংস্করণের পারফরম্যান্সটা যাচাই করে দেখা যায়।
এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের। অস্ট্রেলিয়ার অফ স্পিনারের টেস্ট অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেকের সময় থেকে লায়নের পারফরম্যান্স— ১০৩ টেস্টে ২৯.৪৮ গড়ে ৪৪১ উইকেট। মোট ২৪ বার ৫ উইকেট নিলেও তাইজুলের অভিষেকের পর থেকে ১৯ বার ৫ উইকেট নেন লায়ন। তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি টেস্ট খেলায় লায়ন এ সময়ে তাইজুলের চেয়ে অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। বোলিং গড় এবং স্ট্রাইকরেটে লায়ন ও তাইজুলের মাঝে ব্যবধান বেশি না। তাইজুলের বোলিং গড় ৩১.৫৬, স্ট্রাইক রেট ৬১.৯, যেখানে লায়নের স্ট্রাইকরেট ৬১.৬ ও গড় ৩০.১৯।
আরও পড়ুনতাইজুলের ভেলকি, শেষ সেশনে গেল ৭ উইকেট২ ঘণ্টা আগেভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। টেস্টে তার অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেক থেকে এই সংস্করণে ৮৫ ম্যাচে ২২.৮৪ গড়ে ৪৩০ উইকেট নেন অশ্বিন। এ সময়ে ২৮ বার পেয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মতো ভারতও বেশি বেশি টেস্ট খেলায় স্বাভাবিকভাবেই এ সময়ে তাইজুলের তুলনায় বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন।
ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা খাটে। তাইজুলের অভিষেকের দুই বছর আগে টেস্টে অভিষেক জাদেজার। তাইজুলের অভিষেকের সময় থেকে এ পর্যন্ত ৬৮ টেস্টে ২৭৮ উইকেট নিয়েছেন জাদেজা। তবে তাঁর চেয়ে এ সময়ে বেশি সংখ্যকবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। জাদেজা এ সময়ে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার, তাইজুল নিয়েছেন ১৬ বার।
তাইজুল ৫ উইকেট নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক নাজমুল