গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল, বাংলাদেশে গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টের মাধ্যমে তাদের নতুন ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজ উন্মোচন করেছে। এই সিরিজে রয়েছে দুটি মডেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা, যা ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
সম্প্রতি গ্র্যান্ড লঞ্চ ইভেন্টটি গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে অনুষ্ঠিত হয়। আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং স্যামজোন, টেক ট্যু দ্য পয়েন্ট, প্রযুক্তি-সহ দেশের শীর্ষ টেক ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এস২৫ আল্ট্রা-তে রয়েছে ৬.
আরো পড়ুন:
দেশের বাজারে রিয়েলমির পানিরোধী ফোন
বাংলাদেশে অনার ম্যাজিক ৬ সিরিজের ‘প্রো’ মডেল উন্মোচন
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, আরো রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ + ১৬ জিবি (৮+৮) এক্সটেন্ডেড র্যাম, পাশাপাশি ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। মেইন ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ম্যাক্রো লেন্স এবং ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা চমৎকার ছবি ধারণ করতে সক্ষম। এছাড়াও, বিভিন্ন এআই ফিচার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য- এআই ওয়ালপেপার, এআই নয়েজ রিডাকশন এবং আস্ক এআই ফিচার যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।
অন্যদিকে, এস২৫ মডেলের ফোনটিতেও রয়েছে দারুন সব ফিচার। যেমন: ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০০-নিট পিক ব্রাইটনেস, যা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। পাশাপাশি রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক, আইপি ৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ৭.৩ মিমি স্লিম ডিজাইন।
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে পাওয়ারফুল টাইইগার ৬২০ প্রসেসর, পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজ + ১২ জিবি (৬+৬) এক্সটেন্ডেড র্যাম। এছাড়াও ভালো ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। পাশাপাশি, আইআর রিমোট কন্ট্রোল, এনএফসি ও ডিটিএস-পাওয়ার্ড সাউন্ডসহ অনেক ফিচার, যা ব্যবহারকারীদের স্মার্ট লাইফস্টাইল আরো উন্নত করবে।
এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং ২ বছরের ওএস আপডেট গ্যারান্টি রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরো নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।
ইভেন্টে আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, “আমি নিজেও এস২৫ সিরিজের ফোন ব্যবহার করছি এবং আমার অভিজ্ঞতা অসাধারণ। আমি বিশ্বাস করি, এস২৫ সিরিজ ব্যবহারকারীদের দারুন অভিজ্ঞতা দেবে।”
আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “আমরা বাংলাদেশের বাজারে এস২৫ সিরিজ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সেরা মানের প্রযুক্তি ও ইনোভেটিভ পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা। এই সিরিজটি আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন।”
আইটেল এস২৫ এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা এবং আইটেল এস২৫ আল্ট্রা-এর দাম ১৯ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ঢাকা/হাসান/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র র জন য আইট ল
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত