যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
Published: 26th, February 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ইকবাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গত রাতে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন ইকবাল। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ইকবালকে জখম করে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’’
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//