Risingbd:
2025-11-03@05:57:38 GMT

‘হায়রে, পাগল ভক্ত!’

Published: 26th, February 2025 GMT

‘হায়রে, পাগল ভক্ত!’

প্রিয় তারকাদের নিয়ে ভক্তদের পাগলামির শেষ নেই। অনেক সময় ভক্তদের মনও রক্ষা করতে হয় তাদের। এবার দেশের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ এক ভক্তের অনুরোধ রাখলেন।

ফারুক আহমেদ অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাটক নির্দেশনার কাজও করছেন। এবারের বইমেলায় তার বই প্রকাশিত হয়েছে। স্বাভাবিকভাবে মেলায় ভক্তদের অটোগ্রাফ দিতে হয় তাকে। বইমেলায় অটোগ্রাফের জন্য এক ভক্ত তার গায়ের শার্ট খুলে দেন। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন ফারুক আহমেদ। তাতে তিনি লিখেন, “ছেলেটি আমার অটোগ্রাফ নেয়ার জন্য বইমেলায় তার গায়ের টি-শার্ট খুলে তাতে অটোগ্রাফ দিতে বলে। হায়রে! পাগল ভক্ত!”

আরো পড়ুন:

বইমেলায় বাংলা একাডেমির ‘গুণিজন স্মৃতি’ পুরস্কার ঘোষণা

‘গভর্নরের স্মৃতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন

চব্বিশের বইমেলায় প্রকাশ হয়েছে ফারুক আহমেদের দুটি বই। একটি ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও অপরটি ‘ভাঙা চশমা’। প্রয়াত হুমায়ূন আহমেদকে এখনো যে মিস করেন তিনি, সেটি তার লেখা এ বই থেকে সহজে অনুমেয়।

এবারের বইমেলায় ফারুক আহমেদের লেখা ‘আমার না বলা কথা’ শিরোনামের বই প্রকাশিত হয়েছে। বইটি কিংবদন্তি পাবলিকেশনের ৭৫, ৭৬, ৭৭ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল ট ভ ন টক ফ র ক আহম দ বইম ল য়

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ