বইমেলায় রিদওয়ান আক্রামের ‘ম্যাওয়ের কত সাহস’
Published: 27th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রিদওয়ান আক্রাম-এর গল্প সংকলন 'ম্যাওয়ের কত সাহস'। বইটি প্রকাশ করেছে শৈশব প্রকাশ।
ম্যাও কী করে জানল চুরি করে পাওয়ার চেয়ে পুরস্কার পাওয়া আনন্দের, জানতে চাও? ওদিকে পলাশপুরে পলাশপুর এলিয়েন এসে কী যন্ত্র ফেলে গেল-তাও তো দেখা দরকার! এই ফাঁকে নিশ্চয় খবর নিতে হবে, দত্তদের পুকুরে তলা থেকে যে আলোটা আসছে, তা আসলে কিসের আলো?
এসবের উত্তর পাওয়া যাবে ৫টি গল্পের সংকলন ‘ম্যাওয়ের কত সাহস’ বইটিতে।
আরো পড়ুন:
মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
বইমেলায় ধ্রুব নীলের ‘অতৃপ্ত’
বইটের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মিল্টন সরকার। বইয়ের মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার ৮৩৮ ও ৮৩৯ নম্বর স্টলে।
লেখক রিদওয়ান আক্রাম- এর জন্ম ১৯৮০ সালের ২ জুন। ইতিহাসে স্নাতক সম্পন্ন করেছেন। ভালোবাসেন ইতিহাস নিয়ে লিখতে। তার ইতিহাসের বইয়ের সংখ্যা ৭টি। সেসবের মধ্যে দুইটি যৌথ। রিদওয়ান আক্রাম-এর কাজের একটা বড় অংশ জুড়ে রয়েছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য। এছাড়াও আনন্দ পান ছোটদের জন্য লিখতে। এরই মধ্যে ছোটদের জন্য প্রকাশিত হয়েছে তার ৪টি বই। তিনি পেশায় সাংবাদিক। কাজ করছেন দৈনিক কালের কণ্ঠে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫